ড. থমাস তু বিশ্বের নাম করা একজন হেপাটাইটিস-বি এর গবেষক। তিনি এই রোগের রহস্য বের করার কাজ করে যাচ্ছেন। উনিশ বছর আগে ধরা পড়ে যে, তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন।
সিডনির এই চিকিৎসা-বিজ্ঞানী ভাইরাসের একটি বিশেষ ফর্ম চিহ্নিত করেছেন যা দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের লিভারে অবস্থান করে।
তিনি তার এই আবিষ্কার তুলে ধরবেন মেলবোর্নে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সভায়। এর ফলে আগামী দশ বছরের মধ্যে এই রোগটি নিরাময়ের পথ খুঁজে পাওয়া যাবে।
মেলবোর্নের Doherty Institute for Infection and Immunity এর প্রফেসর পিটার রেভিল সেই সভার কো-চেয়ারম্যান। তিনি বলেন, এ রোগটি নিরাময় করা গেলে এতে আক্রান্ত ২৫৭ মিলিয়ন ব্যক্তির উপকার হবে।
শুধু অস্ট্রেলিয়াতেই ২৪০ হাজার রোগী এ রোগে আক্রান্ত। এই সংখ্যা HIV এবং হেপাটাইটিস-সি রোগীর মিলিত সংখ্যার চেয়েও বেশি।
স্থানীয় অস্ট্রেলিয়ানদের মাঝে ক্রনিক হেপাটাইটিস-বি কেন চার গুণ বেশি দেখা যায় এবং যকৃত সংশ্লিস্ট রোগ এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে তাদের কমিউনিটির লোকজন বেশি মারা যায় কেন, এগুলোর কারণ বের করতে চাচ্ছেন গবেষকরা।
প্রফেসর রেভিল বলেন, এটি পরিষ্কার নয় কেন ... তবে, আশা করা হচ্ছে যে, নতুন গবেষণায় এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত অভিবাসীদের মাঝে অধিক মাত্রায় এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সিডনি ভো এবং তার ছেলের কাছে এর অর্থ হলো অস্ট্রেলিয়া থেকে বহিষ্কৃত হয়ে ভিয়েতনামে ফেরত যাওয়া।
সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও এবং কোনো ওষুধ সেবনের প্রয়োজন না থাকা সত্ত্বেও, তিনি বলেন, তার অবস্থাকে সরকার মনে করে হেলথ সিস্টেম বা স্বাস্থ্য ব্যবস্থায় সম্ভাব্য অনেক বড় বোঝা হিসেবে।
ক্যানবেরার এই চাইল্ডকেয়ার কর্মী এ সপ্তাহে এই কনফারেন্সে বক্তৃতা করবেন। আর দুই সপ্তাহ পরেই তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।