সমমনা ব্যক্তিদের নিয়ে সোশ্যাল গ্রুপ গঠন করে একাকিত্ব রোধ করা যায়

Meetup

Group of Senior Retirement Friends Happiness Concept Source: Getty Images

আমরা এমন একটা অতি বিচ্ছিন্ন সমাজে বাস করছি যেখানে প্রতি চার জনে একজন প্রবীণ অস্ট্রেলিয়ান একা থাকেন। একটা সময় ছিল যখন সমমনা লোকদের সাথে মেশা কঠিন ছিল না, কিন্তু এখন সেটা সম্ভব না। কেমন হয় যদি এমন কোন সোশ্যাল গ্রুপ আপনি পেয়ে যান যেখানে তাদের সাথে আপনার মতের মিল থাকবে।


মেটাক্সিয়া সিবিডিস তার বাবা-মা এবং তাঁর নিজের অস্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে দীর্ঘদিন ধরে হতাশ ছিলেন।

আর তার এই হতাশা তার বাবা-মা মারা যাওয়ার পরে এবং তার নিজের স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকালে আরও তীব্র হয়েছিল।

তারপরেই তিনি তার ব্যবসায়ের প্রচারের সময় নিজের কমিউনিটি গ্রীক-অস্ট্রেলিয়ানদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করার জন্য মেলবোর্ন গ্রীকস মিটআপ গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিলেন। 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন  


Share