শেখ হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করে ভারত

INDIA BANGLADESH DIPLOMACY

Indian Prime Minister Narendra Modi (R) and Bangladesh Prime Minister Sheikha Hasina during the ceremonial reception at the Presidential House in New Delhi, India, 06 September 2022. Sheikha Hasina was on a four-day state visit to meet the country's top leadership to discuss economic and political ties between the two countries. EPA/HARISH TYAGI Source: AAP / HARISH TYAGI/EPA

বাংলাদেশের ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।


মিস্টার জয়সোয়াল বলেছেন, আগেই বলা হয়েছে যে, তিনি অর্থাৎ, শেখ হাসিনা বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। সুতরাং, এ বিষয়ে ভারতের অবস্থান এটাই।

এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ। সেই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে। তার জবাবে ভারত সরকারের এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share