সিডনিতে লেবার পার্টির এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি নারীদের জন্য একটি বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
তারই অংশ হিসেবে থাকছে বেতনসহ প্যারেন্টাল লিভ ১৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার পরিকল্পনা- সব মিলিয়ে ছয় মাসের ছুটি।
অ্যালবানিজি বলেছেন, ২৫ অক্টোবরের আসন্ন ফেডারেল বাজেটের মূল কেন্দ্রবিন্দু হবে লিঙ্গ বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার ব্যয়ের ব্যাপারে অস্ট্রেলীয় পরিবারগুলিকে সহায়তা করা।
২০২৬ সালের জুলাই মাস থেকে পুরোপুরি কার্যকর হওয়ার আগে ২০২৪ সালের জুলাই মাস থেকেই এই পলিসি ধীরে ধীরে কার্যকর করা শুরু হবে।
যে পরিবারগুলোয় দুজন প্যারেন্ট রয়েছেন তারা কীভাবে নিজেদের মধ্যে ছুটি ভাগ করে নিবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, আর সিঙ্গেল প্যারেন্ট হলে পুরো ছয় মাসের পূর্ণ ছুটিই তিনি নিতে পারবেন।
নতুন মায়েরা এই পলিসিকে স্বাগত জানাচ্ছেন এবং বলছেন যে এর ফলে বৃহত্তর সমাজের উপকার হবে।
এই পলিসি নতুন বাবাদের জন্য তাদের সন্তানদের সাথে একটি দৃঢ় বন্ধন গড়ে তোলার সুযোগ করে দিবে বলে আশা করছেন অনেক বাবা-রা।
তবে অনেকেই প্রদত্ত অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান কাউন্সিল অব ট্রেড ইউনিয়নসের সভাপতি মিশেল ও'নিল পলিসি পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন, তবে বলেছেন যে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের পার্থক্য কমানোর জন্যে এই অর্থের পরিমাণ বাড়ানো আবশ্যক।
বিরোধী দল বলছে, তারা নীতিগতভাবে এই পলিসিকে সমর্থন করে।
তবে ন্যাশনাল পার্টির সিনেটর ব্রিজিট ম্যাকেঞ্জি বলেন, তিনি আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই নীতি তার সরকারের সমতা বিধানের প্রতি বৃহত্তর অঙ্গীকারের একটি অংশ এবং আসন্ন বাজেট একটি ন্যায্য অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটাবে।
অ্যালবানিজি বলেছেন, বেতনসহ প্যারেন্টাল লিভের মেয়াদ বাড়ানো একটি ন্যূনতম মানদণ্ড, এবং আশা করা যায় যে বেসরকারী খাতগুলোও এই নীতিকে স্বাগত জানাবে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: