ক্যান্সার চিকিৎসায় অনুদান সংগ্রহ করছে ‘গুড মর্নিং বাংলাদেশ’

Cancer can be prevented

In some case cancer can be prevented. Experts say. Source: Cancer research

সিডনিতে ‘গুড মর্নিং বাংলাদেশ’-এর মাধ্যমে গত ১৮ বছর ধরে অনুদান সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ প্রদান করা হচ্ছে ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসকে। এর উদ্যোক্তা ছিলেন প্রয়াত ড. আব্দুল হক। তার মৃত্যুর পর হাল ধরেছেন ড. আয়াজ চৌধুরী।


প্রায় ১৮ বছর আগে সিডনির বাংলাভাষী সমাজের বিশিষ্ট ব্যক্তি, প্রয়াত ড. আব্দুল হক ‘গুড মর্নিং বাংলাদেশ’ নামে ‘বিগেস্ট মর্নিং টি’-এর সূচনা করেন। এটি মূলত অনুষ্ঠিত হতো ব্লাকটাউনে। এরপর লাকেম্বাতে এবং বর্তমানে মাস্কটে, এই তিনটি এলাকায় এটি পালিত হচ্ছে।

এটি শুরু হওয়ার কয়েক বছরের মধ্যেই ড. আব্দুল হকের সঙ্গে যোগ দেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. আয়াজ চৌধুরী। গত ১৫ বছর ধরে তিনি এই তহবিল সংগ্রহের কাজে জড়িয়ে আছেন। আর, কয়েক বছর আগে ড. আব্দুল হকের মৃত্যু হলে, তার অবর্তমানে তিনি কাজ করে যাচ্ছেন।
Dr Ayaz Chowdhury
Consultant Gastroenterologist Dr Ayaz Chowdhury MBBS FRACP D.Epid, founder president, Federation of Bangladesh Medical Societies of Australia. Source: Supplied
ড. আয়াজ চৌধুরী এসবিএস বাংলাকে বলেন,

“এ পর্যন্ত ২,১৭,৮১২ ডলার সংগ্রহ করা হয়েছে এবং ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসকে প্রদান করা হয়েছে।”

প্রয়াত ড. আব্দুল হকের ও তার পরিবারের অবদানের কথা তুলে ধরেন ড. আয়াজ চৌধুরী। তিনি বলেন,

“এখন আমরা তিনটা প্রোগ্রাম করি।”

“আমি বলব যে, এটা হক ভাই মূলত ড্রাইভিং ফোর্স।”

“উনার ফ্যামিলি এটা মূলত চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি তাদের সঙ্গে আছি গত ১৫ বছর ধরে।”
Dr Abdul Haq
"Good Morning Bangladesh" founder Dr Abdul Haq and Mrs Haq. Source: Supplied
ড. আয়াজ চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share