কোভিড - ১৯ এর এই সময়েও আমাদের শিক্ষা কার্যক্রম থেমে নেই -কাজী আশফাক রহমান

Students at Campbell Town Bangla school

Students at Campbell Town Bangla school Source: CBS

এই প্রবাসে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা পৌছিয়ে দেয়ার যে প্রচেষ্টা ,সে প্রচেষ্টার অংশ হিসাবে অন্য আরো কিছু বাংলা শিক্ষা কেন্দ্রের মতো ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলও এগিয়ে এসেছে।সাপ্তহিক ক্লাসের মাধ্যমে তারা বাংলা ভাষার প্রসার ঘটাচ্ছেন ।কোভিড ১৯ এই মহামারী শুরুর পর এই স্কুলটি অনলাইন শিক্ষা কার্যক্রম চালাতো। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলে স্কুলটি মুখোমুখি শিক্ষা কার্যক্রম শুরু করেছে।একদল নিবেদিত কর্মী তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে স্কুলটিকে এগিয়ে নিচ্ছেন। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন আমরা ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের পরিচালনা পর্ষদ এর জেনারেল সেক্রেটারি কাজী আশফাক রহমান। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Kazi Ashfaq Rahman
Kazi Ashfaq Rahman,General Secretary ,Campbelltown Bangla School Source: CBS

Share