নতুন একটি প্রতিবেদনে ১৫ ধরণের অপরিহার্য শ্রেণীর কর্মীদের মজুরি তুলনা করে দেখা গেছে যে অস্ট্রেলিয়ায় খুব কম এলাকার বাড়ি-ভাড়া তাদের মজুরির সাথে সামঞ্জস্যপূর্ণ।
ওয়েলফেয়ার ও হাউজিং গ্রুপের জোট এভরিবডিস হোম একটি 'প্রাইসড আউট' রিপোর্ট তৈরি করেছে, যেখানে দেখা গেছে যে অপরিহার্য কর্মীদের তাদের আয়ের অন্তত দুই তৃতীয়াংশ বাড়ি-ভাড়া বাবদ ব্যয় করতে হচ্ছে।
কিছু কিছু ক্ষেত্রে এটি তিন-চতুর্থাংশের চেয়েও বেশি হতে পারে।
বয়স্ক সেবাকেন্দ্রের কর্মীরা, চাইল্ড-কেয়ার, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, হসপিটালিটি, ডাক ও মালামাল পরিবহন সংস্থার কর্মীরা ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপে রয়েছে।
অ্যাংলিকেয়ার অস্ট্রেলিয়ার উপ-পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন মে আজিজি।
তিনি বলেন, অপরিহার্য কর্মীরা তাদের মজুরির বড় একটি অংশ ভাড়ার জন্যে দিয়ে দিতে বাধ্য হওয়ায় পরিবারের খরচ চালানোর জন্যে তাদের হাতে আর খুব কম অংশই অবশিষ্ট থাকে।
প্রতিবেদনে দেখা গেছে, ভাড়াটেদের জন্য সবচেয়ে ব্যয়বহুল স্টেটে পরিণত হয়েছে কুইন্সল্যান্ড, অন্যদিকে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ায় অপরিহার্য কর্মীদের জন্য কোথাও কোনও সাশ্রয়ী মূল্যের বাড়ি নেই।
নির্মাণ প্রতিষ্ঠানগুলির ইউনিয়ন বলছে, প্রতিবেদনের অনুসন্ধানই প্রমাণ কেন সামাজিক ও সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণের ক্ষেত্রে ফেডারেল সরকারের আরও উচ্চাকাঙ্খী হওয়া উচিত।
মে আজিজি বলেন, ৬ লাখ ৪০ হাজার সামাজিক ও সাশ্রয়ী মূল্যের বাড়ির ঘাটতি মেটাতে সরকারকে প্রতি বছর ২৫ হাজার বাড়ি নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
তিনি বলেন, এ ধরণের প্রকল্পগুলি যে বাস্তবসম্মত তার প্রমাণ ইতিহাসে রয়েছে।
ফেডারেল সরকারের প্রস্তাবিত আবাসন সংস্কারের প্যাকেজে পাঁচ বছরে ৩০ হাজার সামাজিক এবং সাশ্রয়ী মূল্যের ভাড়া বাড়ি নির্মাণের অর্থায়নের জন্য ১০ বিলিয়ন ডলারের হাউজিং ফিউচার ফান্ড অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সংসদে প্রস্তাবটি গ্রিনস এবং ক্রসবেঞ্চারদের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কারণ তারা বিদ্যমান আবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর বিনিয়োগ চাইছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।