ইলেকশান এক্সপ্লেইনার: অস্ট্রেলিয়ায় অগ্রাধিকারমূলক ভোট বা প্রেফারেন্সিয়াল ভোটিং যেভাবে কাজ করে

File photo of a voter placing a ballot paper in the ballot box

Source: AAP

ফেডারাল নির্বাচনে বিজয়ী প্রার্থীকে বেছে নিতে অগ্রাধিকারমূলক ভোট পদ্ধতি বা প্রেফারেন্সিয়াল ভোটিং সিস্টেম ব্যবহার করা হয়।


অস্ট্রেলীয় ফেডারাল নির্বাচন অগ্রাধিকারমূলক ভোটিং পদ্ধতিতে কাজ করে।

এই পদ্ধতিটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা ও ভারতে প্রচলিত ফার্স্ট-পাস্ট-দি-পোস্ট অর্থাৎ যে পদ্ধতিতে ভোটারকে ব্যালট পেপারে শুধু একজন প্রার্থীকেই ভোট দিতে হয়, সেই পদ্ধতির চেয়ে ভিন্ন।

কারণ অগ্রাধিকারমূলক ভোটিং পদ্ধতিতে ভোটারকে ব্যালট পেপারে তার পছন্দের ক্রমানুসারে সব প্রার্থীদের পাশে নম্বর লিখে ভোট দিতে হয়।
অস্ট্রেলীয় নির্বাচন কমিশনের ইভান ইকিন-স্মিথ জানান, অস্ট্রেলীয় ফেডারাল নির্বাচনে ভোটাররা দুইটি ব্যালট পেপার পূরণ করে থাকে, একটি হচ্ছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং অন্যটি হচ্ছে সিনেটের জন্যে।

এর মধ্যে হাউজে শুধু একজন প্রতিনিধিই নির্বাচিত হয়ে থাকেন, অন্যদিকে সিনেটে কয়েকজন প্রতিনিধি নির্বাচিত হন।

ব্যালট পেপারে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস প্রার্থীদের পাশে পছন্দের ক্রমানুসারে নম্বর দেয়ার ফলে ভোট গণনার সময় সেগুলোকে একাধিকবার ব্যবহার করা যায়। এর ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ মোট ভোটের পঞ্চাশ শতাংশ কোন প্রার্থী পেয়েছে সেটি নির্ণয় করা সম্ভব হয়।

আর সিনেটের ক্ষেত্রে, একজন প্রার্থী তখনই নির্বাচিত হন যখন তার প্রাপ্ত ভোট সর্বমোট ভোটের সংখ্যানুপাতে প্রয়োজনীয় কোটা পূরণ করে।

আর একাধিকবার ভোট গণনার মাধ্যমে প্রার্থীদের কেউ নির্বাচিত হওয়ার জন্যে প্রয়োজনীয় কোটা অর্জন করেছে কিনা সেটি নির্ণয় করা সম্ভব হয়।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সহকারী রিসার্চ ফেলো ইয়ান টুলোক বলেন, আপনার ভোট নির্বাচনী গণনার জন্যে উপযুক্ত হওয়ার শর্ত পূরণ করতে আপনাকে সবগুলো বক্সে নম্বর দিতে হবে।

নির্বাচনের দিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের জন্যে ব্যালট পেপারের রঙ হবে সবুজ এবং সিনেটের জন্যে হবে সাদা।

আর অগ্রাধিকারমূলক পদ্ধতি তখনি জরুরি হয়ে ওঠে যখন ভোট গণনার সময় পছন্দের প্রার্থীদের মধ্যে সেগুলোর হিসাব বিনিময় করার প্রয়োজন পড়ে।

উদাহরণস্বরূপ ধরা যাক, ভোট গণনার পরে দেখা গেল হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে কোনও প্রার্থীরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। সে ক্ষেত্রে যে প্রার্থী সবচেয়ে কম ভোট পেয়েছেন তাঁকে গণনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

তারপরে এই বাদ পড়া প্রার্থীকে যারা প্রথম পছন্দ হিসেবে চিহ্নিত করেছিল, সেসব ভোটারের দ্বিতীয় পছন্দের কাছে সেই ভোটগুলো চলে যায়।

এবং এমন করেই গণনা প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনও একজন প্রার্থী মোট আনুষ্ঠানিক ভোটের অর্ধেকের বেশি ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন।


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 



Share