এবারের ফেডারাল বাজেট সম্পর্কে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির লেকচারার ড. শরীফ রাসেল বলেন,
“কোয়ালিশন সরকার আগামী নির্বাচনকে লক্ষ করে এই বাজেট পেশ করেছে বলে আমি মনে করি।”
বাজেটে সামাজিক খাতে বিনিয়োগের বিষয়ে তিনি বলেন,
“সামাজিক খাতে বিনিয়োগকে আমি ভাল দিক বলে মনে করছি।”
এই ঘাটতি বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন,
“ভয়ের বিষয় হলো, এই ঘাটতি কিন্তু একটি নিয়মিত বিষয়ে পরিণত হবে।”
তবে তিনি বলেন,
“ঘাটতি বাজেট মানেই খারাপ বিষয়, তা আমি বলতে চাচ্ছি না।”
বাজেটে সরকারের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার সমালোচনা করেন তিনি।
“সরকারের দীর্ঘমেয়াদ কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এই কারণে, আমি একটি বড় ঝুঁকি দেখতে পাচ্ছি।”
তিনি মনে করেন, রিজিওনাল এলাকাগুলোতে অভিবাসীরা যেতে উৎসাহী হবেন।
“রিজিওনাল এরিয়ার সামাজিক খাতে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ফলে মাইগ্রান্টরা অনেকেই এখন রিজিওনাল এরিয়াতে যেতে উৎসাহিত হবেন বলে আমি মনে করছি।”ড. শরীফ রাসেলের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির লেকচারার ড. শরীফ রাসেল বলেন, “কোয়ালিশন সরকার আগামী নির্বাচনকে লক্ষ করে এই বাজেট পেশ করেছে বলে আমি মনে করি।” Source: Dr Sharif Rasel