“ওয়াটার ম্যানেজমেন্ট সারা পৃথিবীর জন্যই একটি বিরাট চ্যালেঞ্জ”

Dr Nazrul Islam.jpeg

নর্দার্ন টেরিটোরির চিফ মিনিস্টারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন ড. নজরুল ইসলাম। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওয়াটার ইনফ্রা-স্ট্রাকচার প্রজেক্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩ এবং নর্দার্ন টেরিটোরি গভার্নমেন্টের চিফ মিনিস্টার অ্যাওয়ার্ড ফর ২০২৩ পেয়েছেন ডারউইনের এই বাংলাদেশী অস্ট্রেলিয়ান। Source: Supplied / Dr Nazrul Islam

সম্প্রতি অস্ট্রেলিয়ান ওয়াটার ইনফ্রা-স্ট্রাকচার প্রজেক্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩ এবং নর্দার্ন টেরিটোরি গভার্নমেন্টের চিফ মিনিস্টার অ্যাওয়ার্ড ফর ২০২৩ পেয়েছেন ডারউইনের ড. নজরুল ইসলাম। নর্দার্ন টেরিটোরি সরকারের পাওয়ার ওয়াটার কর্পোরেশনে সিনিয়র ওয়াটার সার্ভিস লিডার হিসেবে কাজ করছেন এই বাংলাদেশী অস্ট্রেলিয়ান। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


অস্ট্রেলিয়ায় সুপেয় পানির অপ্রতুলতার বিষয়ে ড. নজরুল ইসলাম বলেন,

“যদিও চারদিকে সমুদ্র, কিন্তু, অস্ট্রেলিয়ার মাঝখানটা প্রায় একটা ডেজার্ট। যেখানে সুপেয় পানি পাওয়াটা অত্যন্ত একটা কঠিন কাজ। এবং, সেই পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে প্রপার ট্রিটমেন্ট করে ড্রিঙ্কিং ওয়াটার কমিউনিটিকে দেওয়া একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ।”

“এই কাজটি আমরা করি নর্দার্ন টেরিটোরিতে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে।”

এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার তুলনা করে ড. নজরুল ইসলাম বলেন,

“বাংলাদেশে যেমন আমরা অনেক সারফেস ওয়াটার, অর্থাৎ, বর্ষাকালে অনেক পানি পাই; এখানে সব অঞ্চলে এ রকমভাবে পানি ধরে রাখা, পানি পাওয়াটা ওতোটা সহজ না।”

“তো, এই ওয়াটার ম্যানেজমেন্ট বাংলাদেশে যেমন একটা অত্যন্ত ইম্পরট্যান্ট ইস্যু, এখানেও ঠিক তেমনি।”

“Water management is a challenge not for only Bangladesh, not for Australia. সারা পৃথিবীর জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ,” বলেন তিনি।

ড. নজরুল ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share