যারা ফ্লু শট নেন নি তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে

An empty bed seen in a recovery room at the Sydney Children's Hospital in Randwick, Sydney, Thursday, July 23, 2015. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

An empty bed seen in a recovery room at the Sydney Children's Hospital in Randwick, Sydney, Thursday, July 23, 2015. Source: AAP

ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এখন পর্যন্ত মারাত্মক ভাইরাস ফ্লুর প্রতিষেধক ইনজেকশন নেয় নি তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সমূহ ঝুঁকি রয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এবং যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা দুর্বল তাদের ঝুঁকি রয়েছে।


নিউ সাউথ ওয়েলসের সাউথ কোস্টের একটি নার্সিং হোমের তিন বাসিন্দা মারা গেছেন ফ্লু ভাইরাসের আক্রমণে। স্বাস্থ্য বিভাগ এর পরপরই একটি সতর্ক বার্তা জারি করেছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share