ক্রিকেট এক্সপ্লেইন্ড: অস্ট্রেলিয়ায় ক্রিকেট মৌসুম উপভোগ করার একটি সহজ নির্দেশিকা

Playing cricket

Cricket, Australia’s national summer sport. Credit: Riccardo Parretti/pexels

অস্ট্রেলিয়ায় ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং দীর্ঘকাল ধরে এটি অস্ট্রেলিয়ান সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে, বিশেষত গ্রীষ্মের মাসগুলিতে। গরমের ছুটির মৌসুমে এটি পরিবার এবং কম্যুনিটির সদস্যদের একত্রিত করে থাকে। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে ক্রিকেট খেলার মূল নিয়ম এবং বিভিন্ন ফরম্যাট সম্পর্কে জানা যাবে। থাকবে ঐতিহ্যবাহী টেস্ট ম্যাচ থেকে শুরু করে দ্রুত গতির টি-টোয়েন্টি গেমসের কথা। আপনি হয়ত নতুন ক্রিকেট খেলা দেখছেন, অথবা ইতিমধ্যেই ক্রিকেটের বিরাট ভক্ত, সবার জন্যেই এই পর্বে থাকছে জানা-অজানা তথ্য, যেন যে-কেউ অস্ট্রেলিয়ার এই ক্রিকেট মৌসুমে অংশগ্রহণ করে এই আনন্দ উপভোগ করতে পারে।


অস্ট্রেলিয়ার জাতীয় গ্রীষ্মকালীন খেলা হিসেবে স্বীকৃত ক্রিকেট, এ দেশে এটি পরিচালিত হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে।

ধারণা করা হয় যে খেলাটির উদ্ভব হয়েছিল ষোড়শ শতকের ইংল্যান্ডে। আর অস্ট্রেলিয়ায় ক্রিকেট ইতিহাসের সূচনা হয়েছিল ১৮০০ শতকের গোড়ার দিকে। ১৮০৪ সালে সিডনিতে প্রথম ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল বলে রেকর্ড রয়েছে।

তারপর থেকে অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য গড়ে তুলেছে। এখানে এলিস পেরি এবং স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের মতো কিংবদন্তি তৈরি হয়েছে। ব্র্যাডম্যানকে আদর করে ডাকা হয় 'দ্য ডন' নামে এবং সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে তাঁকে স্বীকৃতি দেয়া হয়।

এই খেলাটি ঠিকমত উপভোগ করার জন্যে এর বেসিকগুলি জানা জরুরী।

ক্রিকেট দু’টি দলের মধ্যে খেলা হয়ে থাকে, প্রতিটি দলে থাকে এগারো জন করে খেলোয়াড়।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার অ্যাসোসিয়েশনের ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ক্রিকেট ক্লাবের হয়ে খেলা পেশাদার ক্রিকেটার আবসার হাসান ক্রিকেট ম্যাচের মৌলিক কাঠামো সম্পর্কে আমাদেরকে জানান।

প্রতিটি দল সর্বাধিক সংখ্যক রান করার লক্ষ্য নিয়ে পালা করে ব্যাটিং এবং ফিল্ডিং করে। এক দল প্রথমে লক্ষ্য নির্ধারণের জন্য খেলে, তারপর প্রতিপক্ষ দল বেশি রান করে এই লক্ষ্যকে অতিক্রম করার চেষ্টা করে।

এর মানে হচ্ছে, গেমটি খেলার কোনও নির্ধারিত সময়কাল নেই এবং অন্যান্য অনেক খেলার চেয়েই দীর্ঘতর হওয়ার জন্যে এর পরিচিতি রয়েছে।
wickets in stadium
Wickets in a stadium. Source: Getty / Colin Anderson
ম্যাচের সময়কাল তিন থেকে পাঁচ দিন পর্যন্ত হতে পারে এবং প্রতিদিন কম-বেশি ছয় ঘন্টা পর্যন্ত খেলা হয়।

ব্যাটিং টিম যত বেশি সম্ভব রান করার চেষ্টা করলেও ফিল্ডিং টিমের চেষ্টা থাকে তাদের কত দ্রুত আউট করে দেয়া যায়।

একজন ব্যাটসম্যান কীভাবে আউট হতে পারে সে-ব্যাপারে মি. হাসান বলেন, অনেক ধরনের আউট রয়েছে। যেমন, বোল্ড আউট, ক্যাচ আউট, স্টাম্পিং এবং রান-আউট এবং লেগ বিফোর উইকেট।

আরও কিছু ক্রিকেট টার্ম রয়েছে যা খেলা দেখার সময় অনেক শুনতে পাওয়া যায়, যেমন, ডেলিভারি, ওভার এবং ইনিংস

যে বলটি ব্যাটারের দিকে নিক্ষেপ করা হয় বা বৌল করা হয় তা ডেলিভারি হিসাবে পরিচিত।

এরকম ছয়টি ডেলিভারিকে বলা হয় এক ওভার
Batter bowled out
Bowled out. Credit: Patrick Case/pexels
এভাবে খেলা চলতে থাকে যতক্ষণ না সমস্ত ওভার করা শেষ হয়ে যায় বা বিরোধী দলের ১০ জন খেলোয়াড়কেই আউট করে দেয়া হয়। যখন একটি দল তার ব্যাটিং বা বোলিং সম্পূর্ণ করে ফেলে, তখন সেটিকে উল্লেখ করা হয় এক ইনিংস হিসেবে।

অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে সাধারণত তিন ঘণ্টার সংক্ষিপ্ত ম্যাচ থেকে শুরু করে পাঁচ দিনের টেস্ট ম্যাচ পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্ট এবং ম্যাচ খেলা হয়। টেস্ট ক্রিকেট এ-খেলার প্রাচীনতম ফরম্যাট এবং এতে সাধারণত প্রতিটি দল দুই ইনিংস করে খেলে থাকে।

দ্য অ্যাশেজ সবচেয়ে সুপরিচিত টেস্ট ক্রিকেট সিরিজগুলির মধ্যে একটি এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে এটি খেলা হয়ে আসছে সেই ১৮৮২ সাল থেকে। প্রতিবার আয়োজক দেশ বদল হয় এবং অস্ট্রেলিয়ায় যখন এ সিরিজ হয় তখন ম্যাচগুলি প্রায়শই দেশ জুড়ে বিভিন্ন স্টেটের রাজধানীর উল্লেখযোগ্য মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে।

মেহের রাই হলেন একজন পেশাদার ক্রিকেটার যিনি বর্তমানে গ্রিনভেল ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করছেন। তিনি ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেটের বর্ণনা দিতে গিয়ে বলেন, টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা।
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট, নামের মতই মাত্র এক দিনের খেলা। টেস্ট ম্যাচে ৯০ ওভার পর্যন্ত খেলা হয় দিনে, অন্যদিকে ওয়ান-ডে ম্যাচে প্রতিটি দল ব্যাট করতে পারে মাত্র ৫০ ওভার, যে কারণে এটি একদিনে শেষ করা যায়।

অস্ট্রেলিয়া প্রায়শই সারা বিশ্বের বিভিন্ন দলের সাথে প্রতিযোগিতা করে।

পাঁচ দিন বা এক দিন যদি আপনার কাছে খুব দীর্ঘ মনে হয় তবে জেনে রাখা ভাল যে, ২০০৫ সাল থেকে টি-টোয়েন্টি বা টোয়েন্টি২০ ক্রিকেট নামে একটি উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত ফরম্যাট চালু হয়েছে। এই ফরম্যাটে, প্রতিটি দল মাত্র বিশ ওভারের একটি ম্যাচ খেলে থাকে।

দ্য বিগ ব্যাশ লীগ, যা বিবিএল নামে পরিচিত, হচ্ছে অস্ট্রেলিয়ান পুরুষদের পেশাদার টি২০ লীগ যা বিভিন্ন অস্ট্রেলিয়ান শহরের দলগুলি নিয়ে গঠিত হয়।

নারীদেরও নিজস্ব পেশাদার টি-টোয়েন্টি লীগ রয়েছে, যা উইমেন’স বিগ ব্যাশ লীগ বা ডাব্লুবিবিএল নামে পরিচিত।

ক্রিকেটে বিভিন্ন ফরম্যাটের ইভেন্ট রয়েছে যা সমর্থকদের মধ্যে বিখ্যাত। টেস্ট ক্রিকেট থেকে টি-টোয়েন্টি পর্যন্ত খেলাধুলায় কিছু আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যাম্পিয়নশিপ রয়েছে যা বিপুল জনপ্রিয়।

ক্লাসিক ফরম্যাট টেস্ট ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (ডাব্লুটিসি) বেশ খ্যাতি অর্জন করেছে, এর ফাইনাল ম্যাচটি প্রায়শই ইংল্যান্ডের আইকনিক মাঠ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক নিযুক্ত মাল্টিকালচারাল ক্রিকেট অ্যাম্বাসাডর সঞ্জয় শর্মা একই সাথে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান মাল্টিকালচারাল স্পোর্টস অ্যাসোসিয়েশন (আইএএমএসএ) এবং জুনিয়র ক্রিকেট ক্লাব, ওয়াইডিসিসির প্রতিষ্ঠাতা।

তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে বলেন, প্রায় দুই বছর ধরে এর ম্যাচগুলো বিভিন্ন দেশে খেলা হয়ে থাকে।

Father teaches children cricket
A family plays backyard cricket. Source: Getty / Marilyn Nieves
ক্রিকেট বিশ্বকাপ ওয়ানডে এবং টি২০ উভয় ফরম্যাটেই অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মধ্যে সেগুলো অত্যন্ত জনপ্রিয়। ওয়ানডে বিশ্বকাপ প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় প্রতি দুই বছর পর পর।

অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত ক্রিকেটার প্রয়াত গ্রেট শেন ওয়ার্ন একবার বলেছিলেন,
ক্রিকেটের ইতিহাস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ- ইতিহাস এবং বিশেষ করে এর চরিত্র।

এই পর্বের মাধ্যমে ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলি আমরা জানলাম, সেই সাথে জানলাম এর ইতিহাস এবং বেশ কয়েকজন বিখ্যাত অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের কথা।


Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to 

Share