“বিশ্বব্যাপী কেউই আসলে জলবায়ু পরিবর্তন থেকে নিরাপদ নয় বলেই মনে হয়”

California Wildfires

FILE - The Palisades Fire ravages a neighborhood amid high winds in the Pacific Palisades neighborhood of Los Angeles, Jan. 7, 2025. (AP Photo/Ethan Swope, File) Credit: Ethan Swope/AP

বিশ্ব আবহাওয়া সংস্থা এবং নাসা নিশ্চিত করেছে যে, ২০২৪ ছিল রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ বছর, যেখানে তাপমাত্রা বাড়ানোর পেছনে প্রধান কারণ ছিল গ্রিনহাউস গ্যাস দ্বারা প্রভাবিত জলবায়ু পরিবর্তন। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কার্টিন ইউনিভার্সিটির আর্থ অ্যান্ড প্লানেটারি সায়েন্সেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আশরাফ দেওয়ান।


অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বলছে, এটি অস্ট্রেলিয়ায় ২০১৯ সালের পরে দ্বিতীয় উষ্ণতম বছর ছিল।

এদিকে, প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, জলবায়ু সংকটের কারণে আরও চরম আবহাওয়া পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষ ও সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে হবে।

কার্টিন ইউনিভার্সিটির আর্থ অ্যান্ড প্লানেটারি সায়েন্সেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আশরাফ দেওয়ান বলেন, “বিশ্বব্যাপী কেউই আসলে জলবায়ু পরিবর্তন থেকে নিরাপদ নয় বলেই মনে হয়”।

ড. আশরাফ দেওয়ানের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share