সারাহ বেনডেটস্কি একজন ইহুদি হিসেবে রাশিয়ায় বেড়ে ওঠেন।
২০০৮ সালে যখন তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান, তখন এদেশে তার স্পষ্ট বৈপরীত্য চোখে পড়ে।
কিন্তু গত বছর পরিস্থিতি পাল্টে যায়।
সারাহ মেলবোর্নের এমন একটি অংশে বসবাস করেন যেটিকে কখনও কখনও 'ব্যাগেল বেল্ট' নামেও ডাকা হয়। মূলত এই এলাকার উল্লেখযোগ্য ইহুদি জনসংখ্যার জন্যেই এই নাম।
আগে এখানে সব সময় নিরাপদ বোধ করতেন তিনি। তবে গত এক বছরে বেশ কিছু ঘটনার কারণে তার ধারণা পালটে গেছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, তার কিশোরবয়সী সন্তানরাও কিছু বিদ্বেষমূলক ঘটনার মুখোমুখি হয়েছে যেমনটা তারা এই বছরের আগে কখনও অনুভব করেনি।
সারাহ ‘স্যুপার কিচেন’ নামে একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন, যা অভাবী মানুষদের খাদ্য দিয়ে সহায়তা করে, এবং কম্যুনিটির মানুষদের খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে থাকে।
তিনি বলেন, তাদের এই দাতব্য সংস্থাটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
দুর্ভাগ্যক্রমে, সারাহ একা নন, আরও অনেকেই এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন।
একজিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি-র কো-সিইও অ্যালেক্স রিভচিন বলেন, আগের চেয়ে অনেক বেড়েছে এরকম ঘটনা।
এই বছর কাউন্সিল তিনশ’ শতাংশেরও বেশি ইহুদি-বিরোধী ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছে।
তবে এই ব্যাপক বৃদ্ধি সত্ত্বেও তার মতে, ইহুদি-বিরোধীতার মূল প্রকৃতি খুব বেশি পরিবর্তিত হয়নি।
অ্যান্টিসেমিটিজম শব্দটি বিস্তৃতভাবে ইহুদি জনগণের বিরুদ্ধে বৈষম্য বা কুসংস্কার বর্ণনা করতে ব্যবহৃত হয়, বিশেষত বিদ্বেষের কারণ যখন হয় যে তারা ইহুদি। এবং এটি ধর্মীয়, বর্ণগত বা এমনকি ছদ্ম-বৈজ্ঞানিক ধারণা বা ষড়যন্ত্র তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হতে পারে।
অস্ট্রেলিয়ান সেন্টার ফর জুইশ সিভিলাইজেশনের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ডেভিড স্লাকি বলেন, অ্যান্টিসেমিটিজম বর্ণবাদেরই আরেকটি রূপ।
তিনি আরও বলেন, প্রাচীন কাল থেকেই অ্যান্টিসেমিটিজমের অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। এবং এটি এখনও ঘটে চলেছে।
অ্যাসোসিয়েট প্রফেসর স্লাকিকে জিজ্ঞাসা করা হয় যে কেন ইহুদিরা এরকম ধারাবাহিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে? তিনি বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষ এবং ইসলামোফোবিয়ার ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে।
এটি ইহুদিবিদ্বেষ, জায়োনিজম এবং ইহুদি রাষ্ট্র ইস্রায়েলকে ঘিরে অনেক জটিল প্রশ্ন উত্থাপন করেছে।
এসবিএস একজামিনসের আগামী পর্বে আমরা আরও গভীরভাবে এটি বিশ্লেষণ করব।
কিন্তু সারার মতে, গত এক বছর ধরে তিনি এবং তার পরিবার যে হয়রানির মুখোমুখি হয়েছেন তার একটি স্পষ্ট উত্স রয়েছে, আর তা হচ্ছে অ্যান্টিসেমিটিজম।