গত বছর, অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনটির অন্যতম সদস্য রোকেয়া আহমদ ও নাসরিন মোফাজ্জলের হাত ধরে যাত্রা শুরু করেছে পড়ুয়ার আসর।
প্রতি দু’মাস অন্তর নিজেদের পড়া বই নিয়ে আলোচনায় বসেন এই পাঠচক্রের সদস্যরা। বই পড়া ছাড়াও নিয়মিত বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে পড়ুয়ার আসর।
বর্ষপূর্তি অনুষ্ঠানে সিডনি-র পড়ুয়ার আসর সংগঠনের কয়েকজন সদস্য। Source: Supplied / Nasrin Mofazzal
এসবিএস বাংলার সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেছেন মিজ নাসরিন মোফাজ্জল।
তিনি আশা ব্যক্ত করেন, নতুন প্রজন্মের কাছেও বই পড়ার সুফল সম্পর্কে জানাতে ও এই আগ্রহ ছড়িয়ে দিতে সফল হবে ‘পড়ুয়ার আসর’।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।