মেলবোর্ন এয়ারপোর্টে বাংলাদেশী ছাত্রের রহস্যজনক অবস্থান

General view of empty baggage check-in lines inside in International terminal at Tullamarine Airport, Melbourne, Friday, March 13, 2020. (AAP Image/James Ross) NO ARCHIVING

Source: AAP

সম্প্রতি একজন বাংলাদেশী ছাত্র রহস্যজনকভাবে স্বেচ্ছায় মেলবোর্ন এয়ারপোর্টে দীর্ঘ বারো দিন অবস্থান করার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরাকে জানায়।বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (VBCF) কে বিষয়টির খোঁজ নিতে অনুরোধ করেন।পরবর্তীতে ওই সংগঠনের প্রেসিডেন্ট ইউসুফ আলী এয়ারপোর্ট কর্তৃপক্ষের যোগাযোগ করেন এবং ওই ছাত্রটিকে সেখান থেকে নিয়ে আসেন।এ নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন VBCF এর প্রেসিডেন্ট ইউসুফ আলী। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Yousuf Ali
Mohammad Yousuf Ali, President, Victorian Bangladeshi Community Foundation (VBCF). Source: Facebook/Yousuf Ali

Share