এনজেক ডে পালন করেছেন বাংলাদেশি অস্ট্রেলিয়ানরা

ANZAC DAY

Strammgestanden: Eine Szene beim Anzac Day Marsch 2018 in Sydney Source: AAP

শ্রদ্ধা আর স্মরণে 'এনজেক ডে' পালন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। এনজেক ডে প্যারেড এবং দিবসটি উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনেকেই। সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান চার জন কাউন্সিলর যোগ দিয়েছেন তাদের নিজ নিজ কাউন্সিলের অনুষ্ঠানে। যেখানে তারা কম্যুনিটির মানুষের সাথে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোহাম্মদ হুদা, মোহাম্মদ জামান, ক্যানবেরা বাংলাদেশ কম্যুনিটির প্রতিনিধি ইগ্নেসিয়াস রোজারিও এবং এডিলেইডের ওয়াসিম সাইদ কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


কম্যুনিটির সম্পৃক্ততা বাড়াতে, আগামীতে এনজেক ডে নিয়ে আরো বেশি সংবাদ প্রচার এবং প্রকাশের আহ্বান জানান, সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর মাসুদ চৌধুরী।
ANZAC DAY
Anzac Day march and commemoration service at the Lakemba Cenotaph. Source: Facebook

Share