অস্ট্রেলিয়ায় প্রতিবছর ২৫ এপ্রিল পালিত হয় অ্যানজাক ডে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৯১৫ সালের এই দিনে তুরস্কের গ্যালিপোলিতে অবতরণ করে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সেনাবাহিনী।
এই দিনটিতে স্মরণ করা হয় অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সেই সব যোদ্ধাদের, যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন এবং নিহত হয়েছেন।
কালের বিবর্তনে, এই দিবসটির তাৎপর্য প্রসারিত হয়েছে তাদের জন্যও, যুদ্ধে যারা বিরুদ্ধ শিবিরে ছিলেন।
দি ওড অব রিমেমব্রেন্স এখানে বাংলায় উপস্থাপন করা হলো:
আমাদের বয়স বেড়ে যাবে, তবু তাঁরা থেকে যাবে চির-নবীন,
হৃদয়ে তাঁদের স্মৃতি, রয়ে যাবে অমলিন।
বছর ঘুরে গেছে, তবু, অনাগত বছরেও,
স্মরণীয় হয়ে রবে তাঁরা, চিরদিন।
Roll of Honour Australian War Memorial Credit: Fiona Silsby for AWM 2016.8.157.4
LISTEN TO
Bangla: The Ode of Remembrance
SBS Audio
14/04/202300:36