অস্ট্রেলিয়ার বাজেট ঘাটতি বিশ্বের অনেক উন্নত দেশের চাইতে কম - ডক্টর মামুন আলা

Federal BUdget 2023-24

Getty Images/alfexe Source: Getty Images/alfexe

সরকার ২০২০-২১ অর্থ বছরের ফেডারেল বাজেট ঘোষণা করেছে। গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষণা করা হলো এবারের বাজেট। সরকার চাইছে করোনাভাইরাস সংকটে নিপতিত অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেট।এবারের বাজেট ঘাটতি ধরা হয়েছে ২১৩.৭ বিলিয়ন ডলার যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ, ২০২৪ সালে সরকারের ঋণ গিয়ে দাঁড়াবে ৯৬৬ বিলিয়ন ডলার, এসময়কালে জনসংখ্যা বৃদ্ধির হার থাকবে ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম, এবং বেকারত্বের হার ডিসেম্বরে গিয়ে দাঁড়াবে ৮ শতাংশে। সার্বিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অর্থনীতি সংকটের মধ্যেই থাকছে। কেমন হলো এবারের বাজেট এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অর্থনীতিবিদ ডক্টর মামুন আলা , যিনি লেকচারার ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড স্ট্রাটেজিক ম্যানেজমেট অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস। ডক্টর মামুন আলার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Dr. Mamun Ala
Dr. Mamun Ala Source: Dr. Mamun Ala

Share