বিশ্ব শরণার্থী সপ্তাহে অস্ট্রেলিয়ার শরণার্থী নীতিমালা পরিবর্তনের আহ্বান

Refugee advocates are seen during Palm Sunday Rally for refugees at Belmore Park in Sydney, Sunday, April 14, 2019. (AAP Image/Paul Braven) NO ARCHIVING

Refugee advocates are seen during Pall Sunday Rally for refugees at Belmore Park in Sydney. Source: AAP

আন্তর্জাতিক শরণার্থী সপ্তাহ শেষ হলো ২২ জুনে। এই উপলক্ষে শরণার্থী নীতিমালা নিয়ে নতুনভাবে চিন্তাভাবনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানালো রিফিউজি অ্যাডভোকেটরা।


বিশ্ব শরণার্থী দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় হলো “উইথ রিফিউজিস”। নবাগত অভিবাসীদের আন্তরিকভাবে গ্রহণ করা এবং তাদের সম্পর্কে জানার ব্যাপারে কমিউনিটিকে উৎসাহিত করার প্রতি জোর দেওয়া হচ্ছে এ বছর।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share