রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য সামাজিক-যোগাযোগ-মাধ্যমে বিচরণ করাটা আজকাল প্রশংসনীয় বিষয় হিসেবেই ধরা হয়ে থাকে। যদিও কখনও কখনও তাদের বিভিন্ন পোস্ট, টুইট ও বার্তা বিতর্কের জন্ম দিয়ে থাকে। ভুল তথ্য সম্বলিত টুইট করে এবার এ খাতায় নাম লেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক ক্রিকেটার ইমরান খান।
তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট করা হয় যেখানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখাকে লেবানিজ লেখক ও কবি কাহলিল জিব্রানের উদ্ধৃতি বলে চালিয়ে দিয়েছেন।
ইমরান খান টুইট বার্তায় লিখেন:
"Those who discover and get to understand the wisdom of Gibran's words, cited below, get to live a life of contentment."
এরপর তিনি একটি উদ্ধৃতিও জুড়ে দেন:
"I slept and I dreamed that life is all joy. I woke and I saw that life is all service. I served and I saw that service is joy."
এই টুইট প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সামাজিক-যোগাযোগ-মাধ্যমে বয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। ইমরান খানকে নানা রকম পরামর্শ দিতেও দেখা যায় অনেককে।