রবিবার মা দিবসে কি মায়ের সঙ্গে দেখা করতে পারবেন?

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে জারি করা নিষেধাজ্ঞাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। রবিবার মা দিবসে মায়ের সঙ্গে দেখা করা যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

Mother's Day is this Sunday.

Mother's Day is this Sunday. Source: Getty

Queensland Chief Medical Officer Jeanette Young
Queensland Chief Medical Officer Jeanette Young Source: AAP
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার অস্ট্রেলিয়াসহ বিশ্বের ৩৭টিরও বেশি দেশে মা দিবস পালন করা হয়ে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও টেরিটোরিতে জারি করা হয়েছে নানা রকম নিষেধাজ্ঞা। তবে এগুলোর মধ্যে পার্থক্যও রয়েছে। তাই, এ বারের মা দিবসে মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বৃহস্পতিবার কুইন্সল্যান্ড সরকার বলেছে, এই রবিবার থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের পরিবার অন্যদের ঘর-বাড়িতে দেখা-সাক্ষাৎ করতে যেতে পারবে।

চিফ হেলথ অফিসার জেনেট ইয়াং বলেন,

“এখানে অনেক মা রয়েছেন যারা পরিবারের একজন সদস্যের সঙ্গে সকালে এবং আরেকজনের সঙ্গে বিকালে এবং অপর একজনের সঙ্গে সন্ধ্যায় দেখা করতে চান। এটা সম্ভবপর।”

“তবে, তারা সবাই একসঙ্গে দেখা করতে যেতে পারবে না।”
Queensland Chief Medical Officer Jeanette Young
Queensland Chief Medical Officer Jeanette Young Source: AAP
এই সানশাইন স্টেটে (কুইন্সল্যান্ড) এক সপ্তাহেরও কম সময়ের মাঝে নিষেধাজ্ঞাগুলো দ্বিতীয় বারের মতো শিথিল করা হলো। গত শুক্রবার থেকে সেখানে ড্রাইভ, জেট স্কি রাইড, মোটরবাইক রাইড এবং পারিবারিক পিকনিকের মতো বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং তাসমানিয়া এতোটা ভাগ্যবান নয়। এ রাজ্যগুলোর প্রিমিয়াররা মা দিবস উপলক্ষে হঠাৎ করে কোনো নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দেন নি।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, ১১ মে পর্যন্ত ভিক্টোরিয়া রাজ্যের স্টেট অফ ইমার্জেন্সি জারি থাকবে। এর আগে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।

বৃহস্পতিবার তিনি বলেন,

“মা দিবসে আমি কী করবো তা বলতে পারি- আমি আমার মায়ের সঙ্গে দেখা করবো না।”

“সবাই তাদের মায়ের সঙ্গে দেখা করতে চায়। তবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে; আমাদেরকে সচেতন থাকতে হবে, ভাইরাসটি যেন না ছড়ায়। আমরা অনেকটা পথ পার হয়ে এসেছি। এতদিনের অর্জন আমরা বিনষ্ট করতে পারি না।”

“এটি অত্যন্ত হতাশাব্যঞ্জক, আমি জানি, তবে এটি কাজ করছে।”
Daniel Andrews
Victorian Premier Daniel Andrews has scuppered a possible easing of restricitions in Victoria ahead of Mother's Day Source: AAP
নিউ সাউথ ওয়েলসেও প্রিমিয়ার একই রকম বার্তা দিয়েছেন। এই উইকএন্ডে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনার উপর তিনি পানি ঢেলে দিয়েছেন। তিনি বলেন,

“মা দিবসের আগে নিউ সাউথ ওয়েলস কোনো কিছু কার্যকর করার মতো অবস্থায় রয়েছে বলে আমার সন্দেহ রয়েছে।”

“আমাদের সাধ্যের বেশি কেস সংখ্যা বেড়ে যাক তা আমরা চাই না।”

“আমি ধারণা করি, জুনের শেষ নাগাদ জীবনযাপন এখনকার চেয়ে আরও বেশি স্বাভাবিক হবে; এমনকি মে মাসেই জীবনযাপন আরও স্বাভাবিক হবে।”

তবে, গত সপ্তাহে নিষেধাজ্ঞা শিথিল করা হওয়ায় নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে যেতে পারছে।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন,

“দু’জন পূর্ণ-বয়স্ক ব্যক্তি তাদের শিশু-সন্তানদের নিয়ে যে-কোনো সময়ে মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবেন। আর, মায়ের সঙ্গে একই দিনে একাধিকবার দেখা করতে যাওয়া যাবে। তবে, প্রতিবার দেখা-সাক্ষাতের সময়ে একসঙ্গে বেশি লোক একত্রিত হওয়া যাবে না।”

“গত মাসের তুলনায় এটা অনেক বড় ধরনের অগ্রযাত্রা। সব মায়েরা এটা জেনে রাখুন যে, আপনি সে-সব দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে পারবেন।”
নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নর্দার্ন টেরিটোরি। তারা একসঙ্গে ১০ জন পর্যন্ত অনুমতি দিচ্ছে। শর্ত হলো, তাদেরকে অবশ্যই পরস্পরের মাঝে অন্তত ১.৫ মিটার জন-দূরত্ব বজায় রাখতে হবে।

১৫ মে নাগাদ তারা রেস্টুরেন্ট, পাব এবং অন্যান্য ভেন্যুগুলো পুনরায় চালু করার প্রত্যাশা করছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং সাউথ অস্ট্রেলিয়াতেও সর্বোচ্চ ১০ জনের জমায়েত পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। আরও শিথিলতা ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।


Additional reporting from AAP


alc covid domestic violence bangla
Source: SBS
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস পরীক্ষা এখন ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

alc covid shopping bangla
Source: SBS


আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ফেডারাল সরকারের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ COVIDSafe ডাউনলোড করা যাবে।

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .
alc covid mental health bangla
Source: SBS
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

alc covid ramadan bangla
Source: SBS
Follow SBS Bangla on .

Share
Published 8 May 2020 1:10pm
By Nick Houghton
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends