করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীতে ভিক্টোরিয়াকে সহায়তা করার জন্য একটি “ইনটেরিম স্কিলড মাইগ্রেশন প্রোগ্রাম” শুরু করছে ভিক্টোরিয়া সরকার।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখে চালু করা হচ্ছে ভিক্টোরিয়ার “২০২০-২১ ভিক্টোরিয়ান স্কিলড ভিসা নমিনেশন প্রোগ্রাম (সাবক্লাস ১৯০ এবং ৪৯১)”।
ভিক্টোরিয়ান ভিসা নমিনেশনের জন্য আবেদনকারীদেরকে বাছাই করার পদ্ধতিও পরিবর্তন করা হবে। নতুন প্রক্রিয়ায় নজর দেওয়া হবে ট্যালেন্টদের প্রতি যারা ভিক্টোরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখবেন। সেজন্য একপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI)-এর প্রতিও নজর দিবে তারা।
আগামী ৬ অক্টোবর ফেডারাল বাজেট ঘোষণা করার কথা রয়েছে। এর আগে স্কিলড ভিসা নমিনেশন প্রোগ্রামে খুবই সীমিত সংখ্যক নমিনেশন প্রদানের সুযোগ রয়েছে। ভিক্টোরিয়া সরকার তাই ৫ অক্টোবর ২০২০ পর্যন্ত প্রাথমিকভাবে একটি স্বল্পস্থায়ী এবং অধিকতর সুনির্দিষ্ট অন্তর্বর্তীকালীন স্কিলড ভিসা নমিনেশন প্রোগ্রাম (সাবক্লাস ১৯০ এবং ৪৯১) পরিচালনা করবে।
অন্তর্বর্তীকালীন এই সময়টিতে যে-সব প্রার্থীর এ উল্লেখ করা হয়েছে যে, তারা হেলথ কিংবা মেডিকেল রিসার্চ-এ কাজ করছেন এবং ভিক্টোরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছেন এবং/কিংবা স্বাস্থ্য খাতে কাজ করছেন, শুধুমাত্র তাদেরকেই বাছাই করা হবে বলে বলা হয়েছে।
রেজিস্ট্রেশন অফ ইন্টারেস্ট গ্রহণ করা হবে ৮ সেপ্টেম্বর ২০২০ থেকে ২১ সেপ্টেম্বর ২০২০ বিকাল ৫ টা (AEST) পর্যন্ত।
ভিক্টোরিয়ান ভিসা নমিনেশনের জন্য নির্বাচিত হতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
- ভিক্টোরিয়ায় ইতোমধ্যে বসবাসরত হতে হবে।
- ভিক্টোরিয়ায় কর্মরত হতে হবে (নূন্যতম ছয় মাসের জন্য)
- হেলথ কিংবা মেডিকেল রিসার্চ ক্ষেত্রে অতি দক্ষ পেশাজীবি হতে হবে, যা ভিক্টোরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে এবং/কিংবা স্বাস্থ্য খাতে সহায়ক হবে।
Source: Getty Images
নিউ সাউথ ওয়েলস স্টেট নমিনেশনের জন্য বাছাই করা হেলথ, আইসিটি এবং ইঞ্জিনিয়ারিং পেশাগুলোতে আবেদনকারীদেরকে আমন্ত্রণ জানানো হবে। কোভিড-১৯ এর বিরুদ্ধে সংগ্রামে দক্ষ আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
নিউ সাউথ ওয়েলস সরকার এক বলেছে, শুধুমাত্র সে-সমস্ত প্রার্থীকে আমন্ত্রণ জানানো হবে, যারা বর্তমানে নিউ সাউথ ওয়েলসে বসবাস করছেন। এতে আরও বলা হয়েছে,
“সাবক্লাস ১৮৮ ভিসার নমিনেশনের জন্য বিবেচিত হতে হলে আপনার বৈধ ইওআই (এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট) থাকতে হবে এবং স্কিলসিলেক্ট-এ পছন্দের রাজ্য হিসেবে নিউ সাউথ ওয়েলস বাছাইকৃত থাকতে হবে।”
সাবক্লাস ১৯০ ভিসা নমিনেশনের জন্য অচিরেই আমন্ত্রণ জানানো হবে।
২০২০-২১ অর্থ-বছরের জন্য সীমিত সংখ্যক অন্তর্বর্তীকালীন নমিনেশনের সুযোগের কথা ঘোষণা করেছে সাউথ অস্ট্রেলিয়াও।