২০২১ সালে যদি অর্থনৈতিক মন্দা থাকে তাহলে সুপারঅ্যানুয়েশন গ্যারান্টি বৃদ্ধি কার্যকর না করার জোরালো ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
আগামী বছরের জুলাই মাসে সুপারঅ্যানুয়েশন রেট ৯.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার কথা রয়েছে। আর, ২০২৫ সাল নাগাদ এই হার ১২ শতাংশে উন্নীত করা হবে, বলা হয়েছে।
এই বৃদ্ধি না করার জন্য কোয়ালিশন এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে লবি করছেন। এ বিষয়ে আইন পাশ করা হলেও তারা যুক্তি দিচ্ছেন যে, এটি ব্যবসার জন্য ভাল হবে না।
গত শুক্রবার ক্যানবেরায় রিপোর্টারদেরকে মিস্টার মরিসন বলেন, এই গ্যারান্টি নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয় নি।
তবে তিনি বলেন, রিজার্ভ ব্যাংক গভর্নর ফিলিপ লোই বলেছিলেন, এটা বাড়ানো হলে কর্মসংস্থানের জন্য এটি খারাপ হবে।
অর্থনীতিতে করোনাভাইরাসের অভিঘাত সম্পর্কে মিস্টার মরিসন বলেন,
“নির্বাচনের পর এখন এই পরিস্থিতি দাঁড়িয়েছে।”
“নির্বাচনের আগে এটা সুনিশ্চিতভাবে আমার মত ছিল যে, সেই পরিবর্তন এবং বৃদ্ধিগুলোর জন্য আইন করা হয়েছে। এগুলোর কোনোটিই আমাদের পরিবর্তন করার পরিকল্পনা ছিল না।”
“কোভিড-১৯ এর ঘটনা ঘটেছে, জনগণের কাজকর্ম ঝুঁকিতে পড়েছে ... (এবং) বলা হচ্ছে, এটা এমন কিছু যা সরকারকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।”
তবে এই হার বৃদ্ধির বিষয়টি ২০২১ সালের জুলাইয়ের আগে বাস্তবায়ন করার কথা বলা হয় নি।
“আমি মনে করি না এখানে কোনো অসঙ্গত তাড়াহুড়া করার প্রয়োজন রয়েছে, যার জন্য এই ইস্যু বিবেচনা করতে হবে।”
“আমি সুনিশ্চিতভাবে আশা করি এবং আমি একজন আশাবাদী মানুষ। আগামী বছর মে মাস নাগাদ আমরা অনেক ভিন্ন রকম পরিস্থিতি দেখবো।”
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন: