৯ সেপ্টেম্বর রবিবার সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো 'মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন গত দশ বছর ধরে এই টুর্নামেন্ট চালিয়ে আসছে। বাংলাদেশের জনপ্রিয় খেলা ব্যাডমিন্টনকে এই প্রবাসে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আয়োজকদের এই প্রচেষ্টা। এবারের লক্ষণীয় সংযোজন হচ্ছে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ।
শিশু আলেহা হকের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর নতুন প্রজন্মের শিশু-শিল্পীরা অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে । এ সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এই অংশটি পরিচালনা করেন আনিসুর রহমান ও রোকসানা রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. শামীম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জেস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও মিউচুয়াল হোমস-এর কর্ণধার এনাম হক এবং ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর নাজমুল হুদা, কাউন্সিলর সুমন সাহাসহ কমিউনিটির বিশিষ্টজন ও মিডিয়া ব্যক্তিত্ব।
অংশগ্রহণকারী সকল পুরুষ ও নারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাকথার সম্পাদক সালেহা হক, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ক্যারেন হান্ট ও মার্গারেট চিভারছ। এছাড়াও আয়োজক, স্পন্সর ও আমন্ত্রিত কাউন্সিলরদের সম্মাননা প্রদান করা হয়।
দ্বৈত নারী বিভাগে চ্যাম্পিয়ন নার্গিস বানু এবং নাবিলা বানু এবং রানার্স-আপ তানিসা ইকবাল ও ফারজানা আহমেদের হাতে ট্রফি তুলে দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক।
দ্বৈত পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন আদিল শরিফ রবিন এবং আবু শাহেদ জুটি ও রানার্স-আপ মামুন রহমান ও সুসান রহমানের জুটির হাতে ট্রফি তুলে দেন মিউচুয়াল হোমসের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ হক। এ ছাড়াও চ্যাম্পিয়ন জুটির হাতে প্রাইজমানি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী রশিদ ভুইয়া।
সবশেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক রাশেদ খান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আনিসুর রহমান ও রোকসানা রহমান।
গত ৫ আগস্ট থেকে চার দিনব্যাপী “মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট” প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে পুরুষ ও নারীদের মোট ৪৬টি দল অংশ নেয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অথিতিদের জন্য ছিল লাঞ্চ-এর ব্যবস্থা।
READ MORE
বন্দাইর আকাশে উড়েছিল ঘুড়ি