ভিক্টোরিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শরণার্থীদেরকে ২০০,০০০ ডলার কম মজুরি প্রদানের অভিযোগ

একদল অসহায় অভিবাসী কর্মীকে দু’লাখ ডলার কম মজুরি প্রদানের অভিযোগ উঠেছে একটি ভিক্টোরিয়ান ওয়েইস্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে।

Fair Work Ombudsman released a new app for Australian Workers.

A Fair Work Ombudsman office Source: Fair Work Ombudsman

প্রটেকশন কিংবা ব্রিজিং ভিসায় থাকা পাঁচ জন শরণার্থীকে প্রায় ২০০,০০০ (দু’লাখ) ডলার কম মজুরি প্রদান করা হয়েছে বলে একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহণ করেছে ফেয়ার ওয়ার্ক অমবুডজম্যান।

এই পাঁচ জন কর্মীকে ঘণ্টায় ২২ ডলার ফ্লাট রেট প্রদান করা হতো। অভিযোগ রয়েছে যে, তাদেরকে কোনো পেনাল্টি রেট কিংবা নাইট ও শিফট ওয়ার্কের ক্যাজুয়াল লোডিং প্রদান করা হতো না। ভিক্টোরিয়ার ড্যানডিনং এবং হালাম-এ একটি ওয়েইস্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে তারা কাজ করতেন। সাউথ এশিয়া থেকে শরণার্থী হিসেবে তারা অস্ট্রেলিয়ায় আসেন। তারা ইংরেজি তেমন একটা বলতে পারেন না এবং তাদের প্রটেকশন ভিসার আবেদন তখনও মঞ্জুর হয় নি, যখন তারা এসব অভিযুক্ত অনিয়মের শিকার হয়েছিলেন।
ওয়েইস্ট ম্যানেজমেন্ট কোম্পানি পলিট্রেড এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড পলিট্রেড প্রাইভেট লিমিটেড-কে এখন প্রতিটি নিয়ম-লঙ্ঘনের জন্য ৬৩,০০০ ডলার করে জরিমানা দিতে হবে এবং প্রতিষ্ঠানটির মালিকদেরকেও প্রতিটি নিয়ম-লঙ্ঘনের জন্য ১২,৬০০ ডলার করে জরিমানা গুণতে হবে।

ফেয়ার ওয়ার্ক অমবুডজম্যান স্যান্ড্রা পার্কার অন্যান্য অভিবাসী কর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যদি তাদের মজুরি নিয়ে উদ্বিগ্ন বোধ করেন, তাহলে তাদের এগিয়ে আসা উচিত।

মিজ পার্কার বলেন,

“ফেয়ার ওয়ার্ক অমবুডজম্যান বিশেষভাবে অভিবাসী কর্মীদের মজুরি ঠকানোর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখে। এসব কর্মীরা যদি তাদের প্রাপ্য সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে অবহিত না থাকে কিংবা তাদের ভিসা স্ট্যাটাসের কারণে তারা যদি অভিযোগ করতে অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে তারা অসহায় হয়ে পড়ে।”

অস্ট্রেলিয়ান ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে অবহিত করা হলে এর পরে অমবুডজ্যান-এর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়।

পলিট্রেডের মন্তব্য জানার জন্য যোগাযোগ করা হয়েছে।

Follow SBS Bangla on .

Share
Published 28 January 2021 4:51pm
By Rashida Yosufzai
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends