মেলবোর্ন ল স্কুলে গত ১২ জুন দুই সেশনের একটি সেমিনারের আয়োজন করে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশন এবং মেলবোর্ন-ভিত্তিক একটি থিংক-ট্যাংক সংগঠন সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট।
প্রথম সেশনে আলোচিত হয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উদীয়মান শক্তি হিসেবে বাংলাদেশের উত্থান নিয়ে।
দ্বিতীয় সেশনে আলোচিত হয় চলমান রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান নিয়ে।
অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিফ্যাট) এর কর্মকর্তা, মেলবোর্ন ও ক্যানবেরার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।
নিউ জিল্যান্ডের সাবেক মন্ত্রী এবং ইউএন অ্যাডভাইজর ফর রাখাইন স্টেট ক্রিস কার্টার, ইউএনএইচসিআর-এর সাবেক অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার এবং মেলবোর্ন ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর’স ফেলো এরিকা ফেলার, সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্টের সিইও ট্রাভার্স ম্যাকলিয়ড, এএনইউ কলেজ অফ এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের অ্যাসোসিয়েট ডিন নিকোলাস ফ্যারেলি এবং ডিফ্যাটের দু’জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রিউ কলিন্স ও স্টিভ স্কট এতে বক্তৃতা করেন।
বাংলাদেশ হাই কমিশনার সুফিউর রহমান এতে মূল বক্তব্য প্রদান করেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে মিস্টার রহমান বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে মিয়ানমার সরকার। দেশত্যাগী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে পারে, বলেন তিনি। বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান করায় অস্ট্রেলিয়াসহ অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীর প্রশংসা করেন তিনি।
সময়োচিত ও যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে দেশত্যাগী এই রোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যেতে পারে বলে অভিমত ও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।