মেলবোর্নের পশ্চিমে দৃষ্টিনন্দন শহীদ মিনার ঘিরে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি

গত ২১শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির দিনে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দিবসটি এখন বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানের মতো মেলবোর্নেও আগামী শনিবার, ২৫শে ফেব্রুয়ারি আয়োজিত হচ্ছে একটি অনুষ্ঠান।

WhatsApp Image 2023-02-18 at 7.55.21 AM.jpeg

The permanent Shaheed Minar (IMLD Monument) at Tarneit of Wyndham City Council was open to public in 2022. Credit: Sketch Photography

ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)-এর উদ্যোগে মেলবোর্নের পশ্চিমে টারনিট লাইব্রেরীর দৃষ্টিনন্দন শহীদ মিনারের পাশেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানটি।

শহীদ মিনারটি সম্পর্কে ভিবিসিএফ-এর বর্তমান প্রেসিডেন্ট মামুন বদরুদ্দোজা পলাশ এসবিএস বাংলাকে জানান, স্থায়ী শহীদ মিনারটির উদ্বোধন হয়েছে দীর্ঘ পাঁচ-ছয় বছর অক্লান্ত প্রচেষ্টার পর ২০২২ সালে, যার উদ্যোগটি ছিল ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন - এর।

"এই স্থায়ী শহীদ মিনারের পাশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। প্রথমে অস্ট্রেলিয়ার প্রথাগত এবোরিজিনাল স্মোক সিরিমনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর হবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ," বলেন মি. পলাশ।

তিনি আরো জানান, ভিবিসিএফ ও ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল, মেলবোর্নে বসবাসরত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য বাংলাদেশি কমুনিটি সংগঠন ও বিভিন্ন প্রান্তের বাংলা স্কুল ছাড়াও পুস্পস্তবক অর্পণ করবেন স্থানীয় বেশ কয়েকজন স্টেট ও ফেডারেল মিনিস্টার বা এমপি, সিটি কাউন্সিল মেয়র ও কাউন্সিলরবৃন্দের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো থাকবে মেলবোর্নের বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন মাল্টিকালচারাল গ্রুপের সদস্যরা।

উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের স্থায়ী শহীদ মিনার বা আইএমএলডি স্মৃতিস্তম্ভ নির্মাণকালীন সময়ের স্মৃতিচারণ করে ভিবিসিএফের প্রাক্তন প্রেসিডেন্ট নুরুল খান মানিক বলেন, আমরা ২০১৬ সাল থেকে ২১শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে) হিসাবে উদযাপনের গুরুত্ব এবং এর ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার উদ্যোগ নেই।

"এর পাশাপাশি উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের সহায়তায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রচেষ্টাও অব্যাহত থাকে।"

দীর্ঘ পথ পরিক্রমায় ২০২২ সালে নির্মাণ শেষে মেলবোর্নের টারনিটে এই আইএমএলডি স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়।
Phots with Mayor .jpg
Members of VBCF along with Wyndham City Council officials are seen on the inauguration day (File Image). Credit: Subir Kumar das/VBCF
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হবে আগামী শনিবার ২৫শে ফেব্রুয়ারী সকাল ১১টায় ও সমাপ্ত হবে বিকাল পাঁচটায়।

ভিবিসিএফ-এর বর্তমান প্রেসিডেন্ট মামুন বদরুদ্দোজা পলাশ আরো জানান, শহীদ মিনার পুস্পস্তবক অর্পনের পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে বক্তৃতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যাতে অংশ নেবে বাংলা ও অন্যান্য ভাষাভাষীর বিভিন্ন গ্রুপ ও সংগঠন।

দিনব্যাপী এই আয়োজনে থাকছে ফুড ভ্যান, বুটিক, জুয়েলারিস, টয় ও বিভিন্ন ষ্টল থাকছে, ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরির পরিচালনায় বই মেলা, মেলবোর্নে বসবাসরত বাংলাদেশী লেখকের বই-এর মোড়ক উন্মোচন থাকছে, বাচাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্টিং, ফায়ার ব্রিগেডের গাড়ি ইত্যাদি।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 23 February 2023 12:52am
Updated 23 February 2023 12:55am
By Shahan Alam
Source: SBS

Share this with family and friends