ভারতের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম বালুরঘাটের একটি ক্লাবের দূর্গা পূজোর উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। শুনতে অবাক লাগলেও বৃহস্পতিবার দিল্লী থেকে ভারচুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে বালুরঘাট নিউটাউন ক্লাবের পূজো। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুরের একটি পূজো উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী, তা নিয়ে উচ্ছ্বাস জেলাবাসীর মধ্যে। একই সাথে কলকাতার নিউটাউনের একটি ক্লাবের পূজোও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এমন স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে কোনো খামতি রাখছেন না পূজো উদ্যক্তারা। কোভিড বিধি মেনে দর্শনার্থীদের এই পূজোর উদ্বোধন দেখার সুবিধা করে দিতে পর্যাপ্ত জায়েন্ট স্কীনের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।করোনা আবহের মধ্যেও এবছর নিউটাউন ক্লাব উদ্যোক্তাদের মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করছে। ক্লাবের পূজোর ৬৭ তম বছরকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন একটা ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করছেন সকলেই। এবারে নিউটাউন ক্লাবে পূজোর বিশেষ আকর্ষণ পরির দেশ। প্যান্ডেল জুড়ে থ্রিডি আলোর মাধ্যমে দর্শনার্থীদের পরির দেশে নিয়ে যাওয়া চেষ্টা করা হয়েছে। মালদার মহাবীর ডেকরেটার্স দিনরাত এক করে প্যান্ডেল তৈরির কাজ করে চলেছেন। তবে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দিয়ে সাবেকই প্রতিমা গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে সুবীর দাসকে।
Source: Shubhotosh Bhattacharjee
বৃহস্পতিবার সকাল ১১ টায় পূজোর ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই ক্লাব উদ্যোক্তারা মণ্ডপের সামনে পর্যাপ্ত স্যানিটাইজার, স্প্রে ইত্যাদির ব্যবস্থা করেছেন। উদ্বোধনের জন্য দুটি এল.ই.ডি স্কিনের ব্যবস্থা থাকছে। পাশে একটি মঞ্চ করে একজন শিল্পী নৃত্য প্রদর্শন করবেন। দর্শকরা যাতে স্মরণীয় উদ্বোধন দেখতে পান তার জন্য নির্দিষ্ট দূরত্বে জায়েন্ট স্ক্রিন থাকবে। ঢাক, ঢোল-সহ শঙ্খ বাজিয়ে প্রধানমন্ত্রীর হাতে পূজোর উদ্বোধনকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। এমন উদ্বোধন দেখতে অধীর অপেক্ষায় জেলাবাসী। ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত জানিয়েছেন, স্বাধীনতার ইতিহাসে এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী দক্ষিণ দিনাজপুরের পূজোর উদ্বোধন করছেন। তারা ক্লাবের পক্ষ থেকে আয়োজনের কোনো ত্রুটি রাখবেন না। সকলের সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হবে।Follow SBS Bangla on .
Source: Shubhotosh Bhattacharjee