করোনার এই সময়ে অদ্ভুত এক আতঙ্কের পরিবেশে এবার পুজো হচ্ছে
Durga Puja in Kolkata Source: Partha Mukhopadhyay
আর ক দিন পর দূর্গা পুজো .দেশে দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। করোনার এই সময়ে অদ্ভুত এক আতঙ্কের পরিবেশে এবার পুজো হচ্ছে। সংক্রমণ এড়াতে একদিকে পুজোয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ,অন্যদিকে ,প্রতিমা বা প্যান্ডেল দর্শনে উৎসুক লাখো জনতা। সব মিলিয়ে অদ্ভুত দোলাচলের মধ্যে এবার শারদ উৎসব পালিত হচ্ছে। কলকাতা ঘুরে প্রতিবেদনটি করছেন পার্থ মুখোপাধ্যায়। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও ক্লিপের লিংকটিতে ক্লিক করুন।
Share