সিডনির ক্যাফেতে একজন অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর নির্মমভাবে হামলাকারী এক পুরুষলোক তিন বছরের জেলদন্ড পেয়েছেন। হামলার সময়ে রানা এলাসমার নামের ওই নারী ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন, হামলাকারী স্টাইপ 'স্টিভেন' লজিনা এ সময় তার কাছে যান, কয়েকবার তাকে ঘুষি দেন, এবং তার মাথায় পা দিয়ে আঘাত করেন, ঘটনাটি ঘটে ২০১৯ সালের নভেম্বরে পারামাটার বে ভিস্তা রেস্টুরেন্টে।
চার সন্তানের জননী ৩২ বছরের নারী মরিয়া হয়ে হামলাকারীর আঘাত থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করেন, এবং বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, তিনি মারা যেতে পারেন এমন ভয় পাচ্ছিলেন।
মিজ এলাসমার সেসময় হিজাব পরিহিত ছিলেন, তিনি বলেন ৪৪ বছরের ওই ব্যক্তি তাকে লাঞ্ছনা করার আগে অর্থ চান, এবং এরপরই চিৎকার করে বলতে থাকে 'তোমরা মুসলিম আমার মাকে যৌন নির্যাতন করেছ।'
পারামাটা ডিস্ট্রিক্ট কোর্টে লজিনা ভিডিও লিংকের মাধ্যমে হাজির হন, কিন্তু তাকে মিউট করে দেয়া হয় যখন তিনি একই বক্তব্য বার বার দিচ্ছিলেন।
জাজ ক্রেইগী বলেন লজিনা মিজ এলাসমারকে মোট ১৪ বার দ্রুততার সাথে আঘাত করতে থাকে, এসময় আক্রান্ত নারী ভয়ে সন্ত্রস্ত ছিলেন।
সত্যিকার অর্থে মিজ এলাসমার এবং তার অনাগত সন্তান ভাগ্যগুনে এবং অন্যদের সহায়তায় বেঁচে গেছেন, এসময় লজিনা নিজে থেকে আঘাত করা থেকে বিরত হননি।
জাজ ক্রেইগী বলেন "আক্রমনের শিকার নারীর সন্ত্রস্ত হওয়ার কারণ ছিল।"
লজিনা এর আগে বলেছিলেন তিনি মিজ এলাসমারকে আক্রমণ করেন কারণ তিনি তাকে অর্থ দেননি, পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করেন যখন প্রসিকিউটর মিজ সারা গুল তাকে নানাভাবে প্রশ্ন করে জানতে চান তিনি মুসলিমদের অপছন্দ করেন কিনা।
লজিনা অবশেষে বলেন, "আমি তাদের ঘৃণা করি না।"
"কিন্তু তাদের সাথে মিশতে পারি না। তাদের সাথে আমার কোন কাজ নেই।"
হামলাকারী অবশ্য নিজেকে "দীর্ঘদিনের প্যারানয়েড স্কিৎজোফ্রেনিক রোগী" বলে দাবি করেন, এবং এই ঘটনার জন্য অনুতপ্ত বলে জানান।
সেপ্টেম্বরে তিনি কোর্টকে বলেন, "আমার হসপিটালে থাকা উচিত।"
লজিনাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, তিনি কয়েকবার আইনগত সহায়তা চাইতে অস্বীকার করেন।
তিনি ২০২২ সালের ৩ জুনে প্যারোলের জন্য বিবেচিত হবেন।
আরো দেখুনঃ