আসলে কলকাতায় ট্রামের ইতিহাস শুধু পরিবহন ব্যবস্থার ইতিহাস নয়। এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক উত্থানপতনের একাধিক ঘটনা। তাই এবার এই ট্রামের সঙ্গে যুক্ত হল অস্ট্রেলিয়ান পর্যটন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির একটি অংশ নিয়ে এই ট্রাম শুরু হল, যা চলবে আগামী ১৫ দিন। এই উদ্যোগের লক্ষ্য হল অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় আকর্ষণীয় দিকগুলো প্রদর্শন করা এবং অস্ট্রেলিয়া এবং কলকাতার মধ্যে একটি গভীর সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা।
বলা হচ্ছে অস্ট্রেলিয়া তার অতুলনীয় সৌন্দর্য এবং অনন্য অভিজ্ঞতার জন্য বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই ট্রামে তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ার পর্যটনকে প্রমোট করতে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও অস্ট্রেলিয়ার অন্যতম প্রাণী ক্যাঙ্গারুকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ট্রামে, জানিয়েছেন অস্ট্রেলিয়ার কনস্যাল জেনারেল হিউ বয়লান। ১৫০ বছর ধরে কলকাতার বুকে চলছে এই ট্রাম। এই ঐতিহ্যবাহী ট্রামের সঙ্গে অস্ট্রেলিয়ান পর্যটন যুক্ত হয়ে এক আলাদা মাত্রা তৈরি করবে যা ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল মি. হিউ বয়লান।
অস্ট্রেলিয়ার পর্যটনকে প্রমোট করতে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও অস্ট্রেলিয়ার অন্যতম প্রাণী ক্যাঙ্গারুকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ট্রামে, জানিয়েছেন অস্ট্রেলিয়ার কনস্যাল জেনারেল হিউ বয়লান। Credit: Partha Mukhopadhyay
এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রাইমা সেন, পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট-এর সচিব ড. সৌমিত্র মোহন-সহ আরো অনেকে। অভিনেত্রী রাইমা সেন বলেছেন এই ট্রামে অস্ট্রেলিয়ার সৌন্দর্যময় জায়গাগুলি ও ক্যাঙ্গারু দেখে ঘুরতে যাওয়ার ইচ্ছে আরও বেড়ে গেল। আগামী ১৫ দিন ধর্মতলা ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত চলবে এই ট্রামটি।
অস্ট্রেলিয়া তার অতুলনীয় সৌন্দর্য এবং অনন্য অভিজ্ঞতার জন্য বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য কলকাতার ট্রামে তুলে ধরা হয়েছে। Credit: Partha Mukhopadhyay