'ভারত আমরা তোমার পাশে আছি': ভারতের কোভিড বিপর্যস্ত মানুষদের জরুরি সাহায্যে এসবিএস রেডিওথন ২৫০০০ ডলার সংগ্রহ করেছে

ভারতে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষদের সাহায্য করতে অস্ট্রেলিয়ানরা উদারভাবে সাহায্য অব্যাহত রেখেছে। গত সপ্তাহে এসবিএস এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে গঠিত এসবিএসের সাউথ এশিয়ান ল্যাংগুয়েজ গ্রূপের রেডিওথন কর্মসূচী ভারতে জরুরি মেডিক্যাল সামগ্রী সরবরাহের জন্য সাড়া দেয়। এই কর্মসূচিটি এখনো চালু আছে এবং আগামী ৩০ মে পর্যন্ত অনুদান দেয়া যাবে।

SBS Radiothon

SBS India Covid Appeal Radiothon. Source: SBS

এসবিএস ইন্ডিয়া কোভিড আপীল রেডিওথন () গত ২১ মে এক অনুষ্ঠান আয়োজন করে, এর মাধ্যমে এসবিএস রেডিও ইতিমধ্যে ২৫,০০০ ডলার অনুদান সংগ্রহ করেছে। এই অর্থ করোনাভাইরাস বিপর্যস্ত ভারতে অক্সিজেনসহ জরুরি মেডিক্যাল সামগ্রী সরবরাহে ব্যয় করা হবে।  

তবে এই আপীলটির যাত্রা শুরু হয় ইউনিসেফ অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে ১৭ মে থেকে, যেখানে মানুষদের প্রতি দান করার আহবান জানানো হয়, ইউনিসেফের লিংক  এখানে ক্লিক করে দান করা যাবে।  

যারা এখনো দান করতে ইচ্ছুক তারা ৩০ মে পর্যন্ত দান করতে পারবেন।
SBS India Covid Appeal Radiothon
SBS Acting Program Manager Manpreet Singh with SBS Punjabi Acting Executive Producer Avneet Arora updating viewers about the Radiothon. SBS Source: SBS
গত ২১ মে এসবিএসের দক্ষিণ এশীয় ভাষাভিত্তিক অনুষ্ঠানগুলোর ৬ ঘন্টার একটি রেডিওথন অনুষ্ঠানের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে অনুদানের জন্য আহবান জানানো হয়।  এই কর্মসূচিতে বাংলা, উর্দু, নেপালি, সিনাহালা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিল এবং মালায়লাম ভাষার কর্মীরা অংশ নেয়।


এসবিএস অডিও এন্ড ল্যাঙ্গুয়েজে কনটেন্ট ডিরেক্টর ডেভিড হুয়া বলেন, এই উদ্যোগের মাধ্যমে যা অর্থ অর্জিত হয়েছে তার জন্য এসবিএস খুবই গর্বিত। 

তিনি বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন, এবং পুরো কমিউনিটিকে সংহত করা। সেই প্রেক্ষিতে এই উদ্যোগে আমাদের বৈচিত্রপূর্ণ কমিউনিটি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে আমরা তাদের ধন্যবাদ জানাই।"
SBS Radiothon support UNICEF Australia’s India COVID-19 relief fund
SBS Radiothon support UNICEF Australia’s India COVID-19 relief fund Source: Yutong Ding
"এই আপীলের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি সকল কমিউনিটি একযোগে ভারতের কঠিন সময়ে সহায়তা করার, এর মাধ্যমে ইউনিসেফ অস্ট্রেলিয়া মেডিক্যাল সামগ্রী, ভ্যাকসিন এবং অক্সিজেনের মত জরুরি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সাহায্য করবে," বলেন মিঃ হুয়া। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

আরও দেখুনঃ



Share
Published 28 May 2021 9:50am
Updated 28 May 2021 9:53am
Presented by Shahan Alam

Share this with family and friends