ওটিং গ্রামটি ভারত-মায়ানমার সীমান্তে অবস্থিত। জানা গিয়েছে, আজ ৫ ডিসেম্বর, সোমবার, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ না ফেরার কারণে তাদেরকে খুঁজতে বের হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে তাদের দেহগুলি উদ্ধার হয়।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাস রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীরা মারা যেতে উত্তেজনা বাড়ে। পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, অসম ও মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা নাগালিম গড়ার ডাক বহুদিনের৷ এই দাবিতে অনেক দিন ধরেই সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন৷ সংগঠনটি দু’ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র৷ কিন্তু অপর অংশটি এখনও সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। সেই সশস্ত্র আন্দোলন দমন করতেই ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেসময়ই এই ঘটনা ঘটে।
এক টুইট বার্তায় এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। দুর্ভাগ্যজনক ঘটনা উল্লেখ্য করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাইফেলস-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় গ্রামবাসীদের অনুপ্রবেশকারী ভেবে হঠাতে শুরু করে। কিন্তু গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীদের মৃত্যুতে উত্তেজনা বাড়ে। তবে পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। তাদের কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও দেখুন:
ভারতীয় সংবাদ: ২৯ নভেম্বর ২০২১