নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন ছড়িয়ে পড়ছে আর ভিক্টোরিয়ায় কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ০৬ ডিসেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Signage is seen at Regents Park Christian School in Regents Park, Sydney

Signage is seen at Regents Park Christian School in Regents Park, Sydney Source: AAP Image/Bianca De Marchi

  • নিউ সাউথ ওয়েলসে কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত ২৫ জনকে সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে স্থানীয় অধিবাসী ১৪ জন এবং বাকি ১১ জন বিদেশ থেকে এসেছেন।
  • ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং এসিটি থেকে আগত ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত টেস্টিং এবং আইসোলেশনের পদক্ষেপ নিয়েছে সাউথ অস্ট্রেলিয়া। রাজ্যটির পুলিশ কমিশনার ও ইমার্জেন্সি কো-অর্ডিনেটর গ্রান্ট স্টিভেন্স বলেন, আবারও সীমান্ত বন্ধ করে দেওয়ার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না।
  • এসিটি-তে ১২ বছরের বেশি বয়সীদের ৯৮ শতাংশ এখন পুরোপুরিভাবে ভ্যাকসিন নিয়েছেন।
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চায়, রাজ্যটি সীমান্ত পুনরায় খুলে দেওয়ার আগে যেন পাঁচ বছরের বেশি বয়সীদের ৯০ শতাংশের পুরোপুরিভাবে টিকাদান নিশ্চিত করে। ১২ বছরের বেশি বয়সীদের ৯০ শতাংশ পুরোপুরিভাবে টিকা গ্রহণ করা মাত্র রাজ্যটি খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
  • নতুন ওমিক্রন ভেরিয়েন্টের ঝুঁকি থাকা সত্ত্বেও, ভিক্টোরিয়ার টুরিজম মিনিস্টার মার্টিন পাকুলা বলেন, ক্রিসমাসের জন্য রাজ্যের সীমান্তগুলো খুলে দেওয়া উচিত।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাগণ বলছেন, প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে মনে হচ্ছে, ওমিক্রন ভেরিয়েন্ট হয়তো বা ডেল্টার চেয়ে কম বিপদজনক।

কোভিড-১৯ পরিসংখ্যান

  • ভিক্টোরিয়ায় ১,০৭৩ টি কেস সনাক্ত এবং ছয় জনের মৃত্যু।
  • নিউ সাউথ ওয়েলসে ২০৮ টি কেস সনাক্ত।
  • এসিটি-তে কমিউনিটিতে ছয়টি কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 6 December 2021 1:53pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends