কোভিড ১৯ আপডেটঃ নিউ সাউথ ওয়েলসে সনাক্ত সংখ্যা বাড়ছেই, সাউথ অস্ট্রেলিয়ায় লকডাউন শেষ হয়ে আসছে

অস্ট্রেলিয়ার করোনাভাইরাস পরিস্থিতির ২৪ জুলাই, ২০২১-এর আপডেট এটি।

Protesters march along Broadway and George St towards Sydney Town Hall during the ‘World Wide Rally For Freedom’ anti-lockdown rally at Hyde Park in Sydney, Saturday, July 24, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Protesters march along Broadway during the World Wide Rally For Freedom anti-lockdown rally at Hyde Park in Sydney, Saturday, July 24, 2021. Source: AAP Image/Mick Tsikas

  • নিউ সাউথ ওয়েলসে সনাক্ত সংখ্যা বেড়ে চলেছে
  • সিডনি এবং মেলবোর্নে লকডাউন বিরোধী সমাবেশ
  • ভিক্টোরিয়া পুরো নিউ সাউথ ওয়েলসকে কোভিড ১৯ 'চরম ঝুঁকিপূর্ণ এলাকা' ঘোষণা করেছে
  • সাউথ অস্ট্রেলিয়ায় সপ্তাহব্যাপী লকডাউন শেষ হয়ে আসছে

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে ১৬৩টি নতুন কোভিড ১৯ কেইস সনাক্ত করা হয়েছে, জুন থেকে ডেল্টা আউটব্রেক শুরুর পর এটিই দৈনিক সনাক্ত সংখ্যায় সর্বোচ্চ। ডেল্টা আউটব্রেক শুরুর পর মৃতের সংখ্যা এখন ৬।

রাজ্যের পুলিশ জনস্বাস্থ্য নির্দেশ ভঙ্গের দায়ে ২৪৬ টি জরিমানা করেছে।

ওয়েস্টার্ন সিডনির দুটি নতুন স্থানীয় সরকার এলাকা কাম্বারল্যান্ড এবং ব্ল্যাকটাউনে আরো কঠোর নিয়ম জারি করা হয়েছে।

ছাড়া কেই এলাকা ছেড়ে যেতে পারবেন না। একটি তালিকা কিংবা মানচিত্রে এই  সম্পর্কে দেখুন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ১২টি নতুন স্থানীয় কেইস সনাক্ত করেছে, যার মধ্যে দুটি স্থানীয় সংক্রমণ।

চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন শুক্রবার রাত ১১:৫৯ মিঃ থেকে পুরো নিউ সাউথ ওয়েলসকে কোভিড ১৯ 'চরম ঝুঁকিপূর্ণ এলাকা' ঘোষণা করেছে।

একটি তালিকা কিংবা মানচিত্রে  সম্পর্কে দেখুন।

বর্তমান এই লকডাউনটি আগামী মঙ্গলবার, ২৭ জুলাই রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত চলবে।

গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়ার পরিস্থিতি

  • সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল বলেছেন তার রাজ্য আগামী মঙ্গলবার লকডাউনের ইতি টানতে পারে, এবং বুধবার স্কুলগুলো খুলে দিতে পারে।
  • প্রধানমন্ত্রী স্কট মরিসন নিউ সাউথ ওয়েলসের জন্য শীঘ্রই ফাইজার ভ্যাকসিন বৃদ্ধির কোন প্রতিশ্রুতি দেননি।
  • সিডনি এবং মেলবোর্নে লকডাউন বিরোধী সমাবেশ করছে হাজার হাজার প্রতিবাদকারী।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।


কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 24 July 2021 2:04pm
Updated 24 July 2021 2:51pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends