- নিউ সাউথ ওয়েলসে ২,৫০১ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয় নি।
- নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটে বলেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে, এই অঙ্গ-রাজ্যটি “নিরাপদে উন্মুক্ত” করা যাবে। বাধ্যতামূলক মাস্ক পরিধানের আহ্বানের বিরোধিতা করেন তিনি।
- ওয়েস্টমিড হসপিটালের একজন ইমিউনোলজিস্ট ড্যান সুয়ান বলেন, নতুন ওমিক্রন ভেরিয়েন্টটি খুবই সংক্রামক। তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- নর্দার্ন টেরিটোরির শীর্ষস্থানীয় অ্যাবোরিজিনাল হেলথ গ্রুপ বলছে, গৃহায়ন সঙ্কটের কারণে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আর খারাপের দিকে যেতে পারে। অস্ট্রেলিয়ার বাকি অংশের সঙ্গে তাদের সীমান্ত খুলে দেওয়া হয়েছে আজ সোমবার থেকে।
- ২০২১/২২ সালে অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার ০.৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪/২৫ সালে এটি কিছুটা বৃদ্ধি পেয়ে ১.৪ শতাংশে উপনীত হবে।
- করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর আগে যে-রকম ধারণা করা হয়েছিল, তার বিপরীতে, দশ বছর পর অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ১.৫ মিলিয়ন কম হবে বলে মনে করা হচ্ছে।
- কুইন্সল্যান্ডের চিফ হেলথ অফিসার বলেন, প্রতি ৪৮ ঘণ্টায় সেখানে কোভিড কেস-সংখ্যা মোটামুটিভাবে দ্বিগুণ হচ্ছে। আর, জানুয়ারিতে তা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ২,৫০১ টি নতুন কেস সনাক্ত। তবে, কারও মৃত্যু ঘটে নি।
- ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ১,৩০২ টি নতুন কেস সনাক্ত। কারও মৃত্যু ঘটে নি।
- কুইন্সল্যান্ডে ৫৯ টি কেস সনাক্ত।
- এসিটি-তে ১৩ টি কেস, ট্যাসমানিয়া ও নর্দার্ন টেরিটোরিতে ৩ টি কেস সনাক্ত।
- কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন:
ভারতীয় সংবাদ: ২০ ডিসেম্বর ২০২১