চীন সতর্ক করে দিয়ে বলেছে যে সার্স (SARS)-এর মতো ভাইরাসটি, সেটি ক্রমেই পরিবর্তিত হতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে। এতে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত নয়জন মারা গেছে এবং ৪৪০ জনের মতো আক্রান্ত হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের ভাইস মিনিস্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, করোনা ভাইরাসটি শ্বাসনালী দ্বারা প্রবাহিত হয় এবং "এতে ভাইরাল মিউটেশন বা পরিবর্তন হতে পারে এবং রোগের অধিক বিস্তার ঘটতে পারে। "
ব্রিসবেনে এক ব্যক্তির সন্দেহজনক সংক্রমণের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, পরে ওই ব্যক্তিকে বিচ্ছিন্ন অবস্থা থেকে মুক্তি দেয়া হয়।
কুইন্সল্যান্ড স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে ওই ব্যক্তির মধ্যে এমন কোন উপসর্গ পাওয়া যায়নি এবং কয়েকদিনের মধ্যেই তার টেস্ট রেজাল্ট আসবে।
যেই ব্যক্তিকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল সে তার বাড়ি ইউহান থেকে পরিবারের সাথে দেখা করে জানুয়ারি মাসে ব্রিসবেনে এসেছিলো। ইউহানে গত ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল।
বেশ কয়েকজন অস্ট্রেলিয়ানকে এই মারাত্মক করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হয়েছে কিন্তু কোন নিশ্চিত কেস পাওয়া যায়নি।
প্রধান মন্ত্রী স্কট মরিসন এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ানদের আতংকিত না হয়ে বরং সতর্ক হতে বলেছেন।
মিঃ মরিসন বলেন, বায়ো সিকিউরিটি রক্ষায় সব পদক্ষেপ নেয়া হয়েছে এবং প্রতি সপ্তাহে ইউহান থেকে আসা তিনটি ফ্লাইট অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।
আমাদের কাছে বিশ্বের সেরা হেলথ সিস্টেম আছে এবং আমরা অবস্থা মোকাবেলায় প্রস্তুত। অস্ট্রেলিয়ানদের সতর্ক হওয়া প্রয়োজন কিন্তু ভয়ের কিছু নেই।
তিনি বলেন, ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড ইউহান ভ্রমণে তাদের ট্রাভেল এডভাইজরি লেভেল উন্নীত করেছে এবং সেখানে ভ্রমণকালে তারা যাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।
মিঃ মরিসন এক টুইটার বার্তায় বলেন, " আমাকে চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন এই রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা অস্ট্রেলিয়াতে খুবই কম, তবে অবস্থার বিস্তার ঘটছে।"
তিনি বলেন, জাতীয় পর্যায়ে একটি অনলাইন রেসপন্স সেন্টার খোলা হয়েছে এবং তারা ফেডারেল, স্টেটস এবং টেরিটরিগুলোতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করছে।
তিনি বলেন, "আমরা এই অবস্থার মোকাবেলায় প্রস্তুত।"
আরো পড়ুন: