ব্রিসবেনে চুরি হওয়া একটি গাড়ির ধাক্কায় গত মঙ্গলবার, ১৫ অক্টোবর রাতে এক বাংলাভাষী নিহত হয়েছেন। একই ঘটনায় চুরি হওয়া গাড়ির এক যাত্রীও নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন তার দুই সঙ্গী।
নিহত এই ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩৬)। তিনি ব্রিসবেনের অ্যালবিয়োনে স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুসন্তান নিয়ে বসবাস করছিলেন। শহীদুল ক্রিকেট খেলায় খুব উৎসাহী ছিলেন। নর্দার্ন স্টার রিক্রিয়েশনাল ক্রিকেট টিমে খেলতেন তিনি।গ্রিফিনে তার নিজের কেনা বাড়ির কাজ শেষ করে আবাসস্থলে ফিরছিলেন শহীদুল। পথে বল্ড হিলস-এর জিম্পি রোডে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চুরি হওয়া গাড়িটির ৩২ বছর বয়সী এক আরোহীও ঘটনাস্থলেই মারা যায়।
Shahid Islam was killed when his car was hit by the stolen 4WD. Source: Facebook/Shahid Islam
চুরি হওয়া একটি মিতসুবিশি ফোর হুইল ড্রাইভ গাড়িকে পুলিশ ধাওয়া করছিল। গাড়িটিতে তিনজন যাত্রী ছিল। গাড়িটি দ্রুতগতিতে রাস্তার উল্টো পাশ দিয়ে চলছিল। একপর্যায়ে চুরি হওয়া গাড়িটি প্রচণ্ড বেগে গিয়ে শহীদুলের মাজদা সেডান গাড়ির সামনের দিকে আছড়ে পড়ে।
চুরি হওয়া ফোর হুইল ড্রাইভ গাড়িটির অভিযুক্ত ২৮ বছর বয়সী চালক মারাত্মক আহত হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে এখন পুলিশ প্রহরায় প্রিন্সেস আলেকজান্দ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চুরি হওয়ার অভিযোগ ওঠা গাড়িটির ৩২ বছর বয়সী আরেক নারী যাত্রীও হাসপাতালে রয়েছেন। তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। ফোর হুইল গাড়িটি কয়েক দিন আগে চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।The Queensland Ambulance Service (QAS) এর প্যারামেডিক অফিসার Matthew Meister কে দুর্ঘটনাস্থলে ডাকা হয়েছিল।এ সম্পর্কে -কে তিনি বলেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দু’ব্যক্তিকে দুমড়ে-মুচড়ে যাওয়া ফোর হুইল ড্রাইভ গাড়িটি কেটে বের করা হয়।
Source: ABC Australia
“আমরা যখন ঘটনাস্থলে পৌঁছি, তখন খুবই মর্মান্তিক দৃশ্যের সম্মুখিন হই”, বলেন তিনি।
তিনি আরও বলেন, যে গাড়িটি চুরি হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে, সেটার ড্রাইভার ও অপর যাত্রীও এই দুর্ঘটনায় মারা যেতে পারতেন।
“যে দু’জন বেঁচে গেছেন তারা ভাগ্যবান”, বলেন তিনি।