Feature

হাঁটতে শেখার আগেই বিখ্যাত

যে বয়সে বাচ্চারা ইউটিউবে 'এসো রঙ চিনি' জাতীয় ভিডিও দেখে, ঠিক সে বয়সেই রঙ তুলি নিয়ে বিস্ময় জাগানো সব চিত্রকর্ম এঁকেছে সে। অর্থাৎ তখনও সে হাঁটতে শিখেনি! বলছি অ্যালিটা আন্দ্রের কথা।

Aelita Andre

Aelita Andre. Source: Facebook

অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী অ্যালিটাকে স্থানীয়রা আদর করে ডাকে 'রংধনু কণ্যা' বলে। এরিমধ্যে বিশ্বের সর্বকণিষ্ঠ পেশাদার শিল্পীর খেতাবটাও তার ঝুলিতে। 

২০০৭ সালে জন্ম নেয়া অ্যালিটার বয়স এখন ১১। যে বয়সে বাচ্চারা হামাগুড়ি দেয় অর্থাৎ ৯ মাস বয়স থেকেই রঙ এর প্রতি অ্যালিটার আগ্রহের বিষয়টি খেয়াল করেন তার বাবা মাইকেল আন্দ্রে এবং মা নিক্কা কালানিকোভায়।

"সে অন্য বাচ্চাদের সাথে খেলা করে। ভালো সময় কাটায়। কিন্তু অন্য বাচ্চাদের থেকে তারমধ্যে বিশেষ কিছু পার্থক্য আছে। আর তা হচ্ছে রঙ্গের প্রতি তার ভালোবাসা," বলেছেন অ্যালিটার বাবা মাইকেল।
অ্যালিটার প্রথম একক চিত্রকর্ম প্রদর্শীত হয় যখন তার বয়স মাত্র ২০ মাস। সেখানে তার একটি ছবি বিক্রি হয় ৫০ হাজার অ্যামেরিকান ডলারে।  

সেই থেকে শুরু। যা তার কাছে রঙ্গের খেলা তাই স্থান পাচ্ছে বিশ্বের সব পেশাদার চিত্রশিল্পীদের চিত্রকর্মের সাথে। জায়গা করে নিয়েছে আগত দর্শকদের মনে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ছাড়াও আমেরিকা, রাশিয়া, হংকং এবং চীনে অ্যালিটার প্রায় ডজন খানেক প্রদর্শনী আয়োজিত হয়েছে।
Aelita Andre
Source: Facebook
তার বিশাল কক্ষ জুড়ে শুধু ছবি আর ক্যানভাস। দেয়ালগুলোওতে ছড়িয়ে আছে বাহারি রঙ। এ যেন শিল্পের আরেক রূপ। শুরুতে মেঝেতে ক্যানভাস রেখে তার ওপর রঙ ফেলা আর তা নানা দিকে ছড়িয়ে দিয়েই সৃষ্টি হত অ্যালিটার নতুন নতুন চিত্রকর্ম।

বৈচিত্রতার স্বার্থেই কিছু কিছু চিত্রকর্মে যা ইচ্ছে তাই জুড়ে দেয় সে। বাদ পড়েনি নিজের খেলনাও। রঙিন চিত্র, সাউন্ড পেইন্টিং, ড্রয়িং, ভাস্কর্য, স্থাপনা ইত্যাদি নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করে অ্যালিটা। তবে তার সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম হলো বেহালার ওপর রঙিন নকশা করা।
Aelita Andre
Source: Facebook
অন্য আর দশজন কিশোরীর মতই মিউজিক্যাল ড্রামস, বালে, জিমন্যাস্টিকস ও পিয়ানো বাজাতে পছন্দ করে অ্যালিটা।

"কেউ আমাকে কখনই বলেনি কিভাবে আঁকতে হবে। এটাই বড় সত্য," বলেছেন অ্যালিটা।  

শিল্পের থেকে বিজ্ঞানকে আলাদা করা নয় বরং তাদেরকে একসাথেই রাখতে হবে, এমনটাই মনে করেন ক্ষুদে চিত্রশিল্পী অ্যালিটা আন্দ্রে।
Aelita Andre
Source: Facebook

Share
Published 15 October 2018 1:28pm
Updated 15 October 2018 1:48pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS News, SBS Bangla, Facebook


Share this with family and friends