কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য সকল অনাগরিক এবং অনাবাসীকে এদেশে প্রবেশে বাধা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা আগামীকাল শুক্রবার রাত নয়টা থেকে কার্যকর করা হবে।
তিনি বলেন,
“আমরা মনে করি এখন আমরা আর কাউকে গ্রহণ করবো না, যদি না তারা নাগরিক, অধিবাসী কিংবা সরাসরি পারিবারিক সদস্য হন। এটা নিশ্চিত করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করা দরকার।”
তিনি বলেন, সীমান্তে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে অনাগরিকদের অস্ট্রেলিয়ায় ভ্রমণ ইতোমধ্যে অনেক কমে গেছে।
“বছরের এ সময়ে সাধারণ অবস্থার প্রায় তিন ভাগের এক ভাগে এটা নেমে এসেছে। আমরা এটা কমে যেতে দেখেছি, এমনকি গত কয়েক দিনে, যখন আমরা লোকদেরকে ১৪ দিনের জন্য সেল্ফ-আইসোলেশনে বাধ্য করেছি।”
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সুনিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৫৬৫ টি কেসের মধ্যে শতকরা প্রায় ৮০ ভাগ কেসেই দেখা যায়, লোকেরা সম্প্রতি বিদেশ ভ্রমণ করে এসেছেন।
আরও আসছে।