Breaking

সকল অনাগরিক এবং অনাবাসীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আগামীকাল রাত নয়টা থেকে শুধুমাত্র অস্ট্রেলিয়ান নাগরিক, অধিবাসী এবং তাদের সরাসরি পারিবারিক সদস্যদেরকে এ দেশে প্রবেশ করতে দেওয়া হবে।

Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament House in Canberra, Thursday, March 19, 2020. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Australian Prime Minister Scott Morrison. Source: AAP

কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য সকল অনাগরিক এবং অনাবাসীকে এদেশে প্রবেশে বাধা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা আগামীকাল শুক্রবার রাত নয়টা থেকে কার্যকর করা হবে।

তিনি বলেন,

“আমরা মনে করি এখন আমরা আর কাউকে গ্রহণ করবো না, যদি না তারা নাগরিক, অধিবাসী কিংবা সরাসরি পারিবারিক সদস্য হন। এটা নিশ্চিত করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করা দরকার।”

তিনি বলেন, সীমান্তে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে অনাগরিকদের অস্ট্রেলিয়ায় ভ্রমণ ইতোমধ্যে অনেক কমে গেছে।

“বছরের এ সময়ে সাধারণ অবস্থার প্রায় তিন ভাগের এক ভাগে এটা নেমে এসেছে। আমরা এটা কমে যেতে দেখেছি, এমনকি গত কয়েক দিনে, যখন আমরা লোকদেরকে ১৪ দিনের জন্য সেল্ফ-আইসোলেশনে বাধ্য করেছি।”

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সুনিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৫৬৫ টি কেসের মধ্যে শতকরা প্রায় ৮০ ভাগ কেসেই দেখা যায়, লোকেরা সম্প্রতি বিদেশ ভ্রমণ করে এসেছেন।

আরও আসছে।

Share
Published 19 March 2020 4:59pm
Updated 26 March 2020 12:40am
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends