করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ায় এবার মুসলমানদেরকে জুম্মার নামাজে না যেতে বলা হয়েছে। এর পরিবর্তে তাদেরকে ঘরে নামাজ পড়তে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার ইমাম ও মুসলমানদের সর্বোচ্চ সংস্থা দি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC) গত সোমবার রাতে এক বৈঠকে বসে। কোভিড-১৯ এর সংক্রমণ দূর করা কিংবা নিয়ন্ত্রণ করার জন্য মসজিদ ও ইসলামী সেন্টারগুলোতে কী রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়ে তারা আলোচনা করেন।
ANIC বুধবার একটি ফতোয়া (ধর্মীয় বিধান সংক্রান্ত অভিমত) প্রদান করে যেখানে অস্ট্রেলিয়ার মুসলমানদেরকে শুক্রবারে ঘরে নামাজ পড়তে বলা হয়েছে।
তাদের একটি স্টেটমেন্টে বলা হয়েছে,
“আল্লাহর হুকুমের উপর বিশ্বাস মানুষকে কোনো রোগ-প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে ও উপায়-উপকরণ ব্যবহারে বাধা দেয় না।”
“পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারের জুম্মার নামাজের পরিবর্তে যোহরের ৪ রাকাত নামাজ ঘরে আদায় করতে মুসলমানদের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি। জনগণের ভীড় পরিহার করার জন্য এই ব্যবস্থা।”
“জনাকীর্ণ স্থান পরিহার করার এবং আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশগুলো অনুসরণ করার পরামর্শ আমরা দিচ্ছি।”
অস্ট্রেলিয়ার মুসলমানদের উপর কোভিড-১৯ এর প্রভাব এতোটুকুই নয়। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এর আগে সৌদি আরব ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে এবং আর্থিক ক্ষতির সম্মুখিন হন।
করোনাভাইরাসের শঙ্কায় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার এক বছর পূর্তি উপলক্ষে বাতিল করা হয়।
মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, যে-সব ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করে এসেছেন কিংবা সুনিশ্চিতভাবে কোভিড-১৯ এ আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন এবং গত ১৪ দিনে তার শরীরে এর লক্ষণ দেখা দিয়েছে, তাদেরকে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।