টুইটারে এক ভিডিও প্রকাশ করেছে মিডল ইস্ট আই। ভিডিওতে দেখা যায়, হ্যান্ডকাফ লাগানো অবস্থায় বিমানবন্দরে অপেক্ষা করছেন রোহিঙ্গারা।
আরাকানি ভাষায় এক রোহিঙ্গাকে বলতে শোনা যায়, "আমরা গত ৬ বছর ধরে শামাইসি কারাগারে রয়েছি। এখন তারা আমাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে।"
আটক রোহিঙ্গারা জানান, বাংলাদেশে ফেরত পাঠানো ঠেকাতে কারাগারে বিক্ষোভ করেছেন তারা।
তাদেরকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে বলে জানায় মিডল ইস্ট আই।
আরেক রোহিঙ্গা শরণার্থী বলেন, "মধ্যরাতে তারা আমাদের সেলে এসেছিলো। এরপর বললো, ব্যাগ গুছিয়ে নাও এবং বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত হও।"
রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করেন নায় সান লিউন।
তিনি বলেন, "আটক রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত না পাঠিয়ে কাজে লাগাতে পারে সৌদি আরব। এখানে থাকলে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা পরিবারকে সাহায্য করতে পারতো তারা।"
"অপরাধী না হলেও সৌদি কর্তৃপক্ষ তাদের হাতে হ্যান্ডকাফ লাগিয়েছে। যা দু:খজনক।"
জেদ্দার শামাইসি কারাগারে বন্দী রোহিঙ্গারা ভুয়া তথ্যের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টে সৌদি আরবে প্রবেশ করে। তাদের অনেকেই আবার ভারত, ভুটান, পাকিস্তান ও নেপালের পাসপোর্টধারী।