ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৩ জন করোনা ভাইরাসে শনাক্ত, মারা গেছেন ১২ জন। মৃতদের সকলেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। এ নিয়ে এই ভাইরাসে ভিক্টোরিয়ায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯৬ জনে।
ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার প্রফেসর ব্রেট সুটন বলেন, পরিস্থিতি এখন অনেকটাই স্হিতিশীল। সেখানে এখনো প্রতিদিন ১০০ জনের উপরে শনাক্ত হচ্ছে, এই অবস্থাতেও তিনি আত্মবিশ্বাসী যে আক্রান্তের সংখ্যা কমতে থাকবে।
এদিকে পুলিশ মেলবোর্নের উইন্ডসর এলাকায় ৭৬ বছর বয়স্ক এক ব্যক্তিকে লকডাউন বিরোধী প্রতিবাদ কর্মসূচী আয়োজনের পরিকল্পনার জন্য অভিযুক্ত করেছে। তাকে আগামী বছরের ফেব্রুয়ারিতে এজন্য কোর্টে হাজির হতে হবে। এছাড়া এ ধরণের আরো কোন কর্মসূচী যাতে কেউ গ্রহণ করতে না পারে পুলিশ তার জন্য ব্যবস্থা নিচ্ছে।অ্যাসিস্ট্যান্ট কমিশনার লিউক কর্নেলিয়াস বলেন, এ ধরণের প্রতিবাদ কর্মসূচীর জন্য জনসাধারণের ঘর থেকে বের হওয়া উচিত নয়, এবং করোনাভাইরাসে মানুষকে সংক্রমিত করা মানবাধিকার নয়।
A woman is detained during an anti-lockdown protest in Melbourne, Sunday, August 9, 2020. Source: AAP
এদিকে নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘন্টায় ভাইরাসে শনাক্ত হয়েছে ১৩জন। সেখানে সিডনি হাই স্কুল এবং একটি ক্যাথলিক প্রাইমারি স্কুল করোনা শনাক্তদের সংস্পর্শের প্রেক্ষিতে ব্যাপক পরিচ্ছন্নতার জন্য বন্ধ রাখা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে তাসমানিয়া সরকার আগামী অক্টোবর পর্যন্ত আরো দু মাস জরুরী অবস্থা বর্ধিত করেছে। সেখানে মাত্র একটি সক্রিয় কেস থাকলেও রাজ্যের প্রিমিয়ার পিটার গুটউইন বলেন, তারা অক্টোবরের শেষে জরুরি অবস্থা পর্যালোচনা করবেন।
এদিকে কুইন্সল্যান্ড রাজ্যে গত ২৪ ঘন্টায় আরো ৩ জন ভাইরাসে শনাক্ত হয়েছেন। রাজ্য সরকার গোল্ড কোস্টে এ সংক্রান্ত বিধি নিষেধ আরো জোরালো করতে যাচ্ছে। সেখানে বছর শেষে স্কুলি উদযাপনকে কেন্দ্র করে কনসার্ট এবং অন্যান্য যেসব ইভেন্ট হয়ে থাকে সরকার তা বন্ধ রাখতে সরকার বিধি আরোপ করতে যাচ্ছে।অস্ট্রেলিয়ার দ্বাদশ শ্রেণীর (ইয়ার টুয়েলভ) শিক্ষার্থীরা স্কুলের শিক্ষা সমাপন সম্পন্ন করে বছর শেষে তা উদযাপন করে যা 'স্কুলি' নাম পরিচিত। এই উদযাপন অস্ট্রেলিয়ান সমাজের একটি ঐতিহ্য এবং এজন্য তাদের কুইন্সল্যান্ডের পর্যটন নগরী গোল্ড কোস্টকেই বেশি পছন্দ। কিন্তু কোরোনাভাইরাস পরিস্থিতিতে এবার তাতে ছন্দপতন ঘটছে। করোনা সংক্রমণ রোধে সেখানে তাই সকল ধরণের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
Queensland Premier Annastacia Palaszczuk Source: AAP
রাজ্যের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই বলেন, গণসমাবেশের মত ইভেন্টগুলো বাতিল করার সিদ্ধান্ত দুরূহ, তবে এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে এ বছরের আইন সম্পর্কে স্কুলগুলোকে জানানো হবে।
আরও পড়ুনঃ