বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনীর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, গতকাল ১৬ ডিসেম্বর সকালে সিডনীতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুল আলম খন্দকার বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন।এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ ও দূতাবাস পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল ১৬ ডিসেম্বর সকালে সিডনীতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুল আলম খন্দকার বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। Source: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনী
সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙনে এক আলোচনা সভা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত দিয়ে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই ছিলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙনে এক আলোচনা সভা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Source: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনী
অনুষ্ঠানে কনসাল জেনারেল মাসুদুল আলম খন্দকার তার স্বাগত বক্তব্যে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের জাতি গঠনে তার ক্যারিশম্যাটিক নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।"
কনসাল জেনারেল বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙনে এক আলোচনা সভা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Source: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনী
অনুষ্ঠান চলাকালীন কনসাল জেনারেল-এর নেতৃত্বে উপস্থিত সকলে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠানে সিডনীস্থ কনস্যুলেট জেনারেল থেকে যোগদান করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপনে কনস্যুলেট জেনারেল গত এক বছরে যেসব কার্যক্রম হাতে নিয়েছে তার ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।আলোচনা সভা শেষে স্থানীয় প্রবাসী শিল্পীদের অনবদ্য পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সিডনীর বাংলাদেশ কনস্যুলেট প্রাঙনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের একাংশ। Source: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনী
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসবিএস বাংলার ঢাকা ও কলকাতা প্রতিনিধিদের পাঠানো বিশেষ প্রতিবেদন শুনতে পাবেন আমাদের নিয়মিত রেডিও অনুষ্ঠানে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন: