ডঃ জেসমিন শফিক বলেন, "হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রভাবে জরায়ু মুখের কোষগুলো সংক্রমিত হতে পারে, এবং এ থেকেই ক্যান্সার হতে পারে।"
"২৫ থেকে ৭৪ বছর বয়সের মহিলাদের যারা বিশেষ করে পার্টনারদের সাথে থাকেন তাদের সারভিক্যাল স্ক্রীনিং টেস্ট করা হয় এবং ভ্যাকসিন দেয়া হয় যাতে তারা সংক্রমণ থেকে রক্ষা পান ।"
Dr Jesmin Shafique Source: Supplied
"ব্যথা, ঋতুস্রাবের সময় ছাড়াও অস্বাভাবিক রক্তপাত, ইত্যাদি দেখা দিলে তাদের অবশ্যই স্ক্রীনিং টেস্ট করতে হবে। জেনারেল ফিজিসিয়ান বা গাইনোকোলজিস্টরা এই টেস্টগুলো করে থাকেন।"
ডঃ জেসমিন শফিক বাংলাভাষী কমুনিটির নারীদের এ বিষয়ে তাদের সংকোচ পরিহার করে অবশ্যই, প্রয়োজন হলে নারী চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ
নতুন আসা অভিবাসীদের স্বাস্থ্যসেবার সুবিধা প্রাপ্তি নিয়ে মাল্টি কালচারাল হেলথ উইক ২০১৯ অনুষ্ঠিত
নতুন আসা অভিবাসীদের স্বাস্থ্যসেবার সুবিধা প্রাপ্তি নিয়ে মাল্টি কালচারাল হেলথ উইক ২০১৯ অনুষ্ঠিত