লেবার পার্টির নেতা সম্পর্কে কী জানা যায়?

Australia Opposition Leader Anthony Albanese drinks a coffee during a meeting with locals at a cafe in the Top Ryde City mall on Day 11 of the 2022 federal election campaign, in Sydney, Thursday, April 21, 2022. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Anthony Albanese Source: AAP Image/Lukas Coch

অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থোনি অ্যালবানিজি। সিডনির ইনার ওয়েস্টের একটি আসনে তিনি বিগত ২৬ বছর ধরে এমপির দায়িত্ব পালন করছেন।


গ্রেইন্ডলার আসনের এমপি, ফেডারাল বিরোধী দলীয় নেতা অ্যান্থোনি অ্যালবানিজি ২১ মে এর ফেডারাল নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন।

অ্যান্থোনি অ্যালবানিজি তার পার্লামেন্টারি ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে। তখন সিডনির ইনার ওয়েস্টের গ্রেইন্ডলার আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন।

সেখানেই তিনি বেড়ে ওঠেন। তার মা ছিল একজন সিঙ্গেল মাদার।
২০১৯ সালের ফেডারাল নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টি পরাজিত হওয়ার পর তিনি দলটির নেতৃত্বে আসেন। তখন তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী স্কট মরিসনের জবাবদিহিতা নিশ্চিত করবেন। তবে তা সাবেক বিরোধী দলীয় নেতা টনি অ্যাবোটের মতো নেতিবাচক পদ্ধতিতে নয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বল্প-সময়ের জন্য ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়া-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এছাড়া, ইনফ্রা-স্ট্রাকচার, ট্রান্সপোর্ট, রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড লোকাল গভার্নমেন্ট, ব্রডব্যান্ড, কমিউনিকেশন্স এবং ডিজিটাল ইকোনমির দায়িত্বেও ছিলেন তিনি।

আসন্ন ২১ মে এর ফেডারাল নির্বাচনে, অ্যান্থোনি অ্যালবানিজি বলেন, তিনি চান যে, ভোটাররা জানুক অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নিয়ে তার একটি পরিকল্পনা আছে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share