অস্ট্রেলিয়ার মাইগ্রেশন আইনে কি বৈষম্য আছে ?

Australian Visa , disability,

Source: Getty Images

ডক্টর মাহেদী হাসান ভূইয়াঁ ২০১১ সালে অস্ট্রেলিয়ায় আসেন পি এইচ ডি করতে। মেলবর্ণের ডিকেন ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করার পর ২০১৬ তে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন। তার সে আবেদনটি বাতিল করে দেয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। কারণ হিসাবে ডিপার্টমেন্ট জানিয়ে দেয় তার অস্ট্রেলিয়াতে জন্ম নেয়া একমাত্র সন্তান আদিয়ান বিন হাসানের মাইল্ড ডিস্যাবিলিটি আছে। এবং ইমিগ্রেশনের আইন অনুযায়ী তাদের আবেদনটি গ্রহণ করা সম্ভব নয়। পরবর্তীতে মাহেদী হাসান আপীল করলে সেটাও গ্রহণ করা হয়নি। এতো কিছুতে থেমে থাকেননি তিনি একের পর এক চেষ্টা করেন সব প্রচেষ্টা বার্থ হওয়ার পর অবশেষে মিনিস্টারের শরণাপন্ন হন। পরিশেষে মিনিস্টার মানবিক কারণে তাদের আবেদনটি গ্রহণ করেন। বতমানে তিনি অস্ট্রেলিয়ার স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। ডক্টর মাহেদী হাসান তার এই দীর্ঘ সংগ্রামের গল্পটি তুলে ধরেন এস বি এস বাংলার কাছে। ডক্টর মাহেদী হাসান ভূইয়াঁর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Adyan Bin Hasan
Adyan Bin Hasan Source: Supplied

Share