দেউলিয়াত্ব কি এবং এর পরিনাম কি হতে পারে?

A woman is having difficulty following conversations.

A woman is having difficulty following conversations. Source: Getty Images

আর্থিক চাপে থাকা অস্ট্রেলিয়ানদের সংখ্যা বেড়েই চলেছে; এবং এতে জাতীয় অর্থনীতি মন্থর হয়ে যাওয়ার সাথে সাথে ব্যক্তিগত ভাবে অনেকে দেউলিয়া হয়ে পড়ছেন বলেও সতর্ক করা হচ্ছে। এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঋণ মোকাবেলা করা সম্ভব।


 

দেউলিয়া হয়ে যাওয়া বা কোনও ঋণদাতা দ্বারা দেউলিয়া ঘোষিত হওয়া কিংবা ঋণ পরিশোধের অযোগ্যতা একটি গুরুতর বিষয় এবং এর আইনী পরিণতিও রয়েছে।

দেউলিয়া হয়ে যাওয়ার যাত্রা প্রায়শই একটি ছোট ঋণ দিয়ে শুরু হয় যা ঋণগ্রহীতা সময় মতো নিষ্পত্তি করে না এবং পরে ভুলে যায়।

কিন্তু লেট্ পেমেন্ট ফি, জরিমানার চার্জ এবং উচ্চ ঋণের সুদের সাথে ওই ছোট ঋণ দ্রুত  আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।

ব্যক্তিগত ব্যাপার যেমন বেকারত্ব, সম্পর্কের ভাঙ্গন বা অসুস্থতা এবং সেই সাথে কঠিন আর্থিক অবস্থা পরিস্থিতিকে দ্রুত জটিল করে দিতে পারে।

মা'আতা সোলোফনি সারে হিলসের ফিনান্সিয়াল রাইটস লিগ্যাল সেন্টারের সিনিয়র সলিসিটার।তিনি দেউলিয়াত্ত বিষয়ে অনেক ফোনকল পাচ্ছেন।  

মা'আতা সলোফনি বলেন যে যারা ফোন করেন তারা প্রায়শই আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা আইনী পদক্ষেপের হুমকি পান, যদি তাদের অর্থ ফেরত না দেয়া হয়।  

পুরো অডিওটি বাংলায় শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন 

 


Share