রয়্যাল কমিশন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফেডারেল সরকারকে সুস্পষ্ট নেতৃস্থানীয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।সম্প্রতি রয়্যাল কমিশনের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে , "অস্ট্রেলিয়ার দুর্যোগের দৃষ্টিভঙ্গি উদ্বেগজনক। একা রাজ্য এবং টেরিটোরি গুলো বিপর্যয়কর দুর্যোগের জন্য চূড়ান্তভাবে তাত্ক্ষণিকভাবে ত্রাণ বা পুনরুদ্ধার করতে পারে না। তাই প্রয়োজন জাতীয় নীতিমালা।
- আমরা বায়ুমণ্ডলে যে গ্যাস নির্গমন করছি তা কমাতে হবে।
- জলবায়ু পরিবর্তন পুরো বিশ্বের সমস্যা াক কেউ কিছু করতে পারবেনা।
- প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অস্ট্রেলিয়ার একটি জাতীয় নীতিমালা থাকা দরকার।
ড. ইফতেখার আহমেদ Source: ড. ইফতেখার আহমেদ
বুশফায়ার খরা এবং হিটওয়েভের সাথে , ঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটতে পারে, গত গ্রীষ্মের বিপর্যয়কর বুশফায়ারের স্মৃতি সহসাই ভোলা কঠিন।
জলবায়ু পরিবর্তন আমাদের এই পৃথিবীকে বাস অযোগ্য করে তুলছে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ।